National

শুরু হয়ে গেল লোকসভা ভোটের ভোটগ্রহণ

লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। কিন্তু তার আগেই প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে গেল। এজন্য সুরক্ষা বন্দোবস্তও যথাযথ নেওয়া হয়েছে।

এবার লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। ৭ দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ৭টি দফার ৭টিতেই ভোট হবে পশ্চিমবঙ্গে। এদিকে প্রথম দফায় রাজস্থানেও থাকছে ভোট। অর্থাৎ ১৯ এপ্রিল রাজস্থানেও ভোটগ্রহণ।

রাজস্থানে প্রথম দফায় ভোট রয়েছে ১২টি আসনে। জয়পুর, সিকর, গঙ্গানগর, বিকানের সহ ১২টি আসনে ভোট। সে ভোটগ্রহণ পর্ব ১৯ এপ্রিল হলেও তার আগে শুক্রবার থেকেই সেখানে শুরু হয়ে গেল ভোটগ্রহণ পর্ব।

বাড়ি বাড়ি গিয়ে এই ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। নির্বাচনী আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন যাঁদের বয়স ৮৫ বছরের বেশি তাঁদের বাড়িতে।

৪০ শতাংশের বেশি বিশেষভাবে সক্ষম মানুষদের ভোটও বাড়ি থেকে দেওয়ার সুযোগ রয়েছে। তাই তাঁদেরও তালিকা ধরে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন নির্বাচনী আধিকারিক থেকে ভোটকর্মীরা। সঙ্গে থাকছেন সুরক্ষাকর্মীরা।


এবার রাজস্থানে প্রথম দফার ১২টি আসনের ৩৬ হাজার ৫৫৮ জন এমন ভোটার বাড়ি থেকে ভোটদানের আবেদন জানিয়েছিলেন। তাঁদের তালিকা ধরেই এই ভোটগ্রহণ পর্ব শুরু হল শুক্রবার। এটা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

এরপরেও যদি কোনও ভোটার বাড়ি থেকে ভোট দিতে চেয়েও কোনও বিশেষ কারণে দিয়ে উঠতে না পারেন, তাহলে তাঁদের ভোট ১৫ ও ১৬ এপ্রিল গ্রহণ করা হবে। এরপর ১৯ এপ্রিল বুথে বুথে যেমন ভোটগ্রহণ হয় তা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button