National

উধাও আম বৃষ্টি, ছোট হয়ে গেল সময়

যুযুধান পক্ষের বিভিন্ন কৌশল আলাদা হতে পারে, কিন্তু এবার আম বৃষ্টির খামখেয়ালি আচরণে তাঁদের একটা বিষয়ে মিল হয়ে গেল।

লোকসভা ভোটের মুখে এখন প্রার্থীরা ব্যস্ত প্রচারে। পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে চলছে প্রচার। রাতদিন এক করে ভোটের প্রস্তুতি চলছে এসব পক্ষের অন্দরমহলে। সময় কম। কাজ অনেক। লোকসভা ভোট মানে এক একটা কেন্দ্র বিশাল এলাকায় জুড়ে। ফলে সব জায়গায় প্রার্থীদের পৌঁছে যাওয়া, সেখানকার মানুষের সঙ্গে মিলিত হওয়ার সময় কম।

আবার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচারে শান দেওয়াও দরকার। এই অবস্থায় সকলের প্রচার ও রণকৌশল আলাদা হতে পারে, কিন্তু তাঁদের কোথাও মিলিয়ে দিয়ে গেল আম বৃষ্টির খামখেয়ালি আচরণ।

আম বৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার কথাটা বঙ্গবাসীর কাছে খুব একটা পরিচিত না হলেও দেশের একদম দক্ষিণ প্রান্তের রাজ্য কেরালায় এটা অত্যন্ত পরিচিত শব্দ। আম বৃষ্টি মানে সেখানকার এমন এক বৃষ্টি যা বর্ষা আসার আগে থেকে শুরু হয়ে যায়।

এই ধরনের বৃষ্টি অসহ্য গরমে প্রলেপের কাজ করে। মানুষের প্রাণ জুড়িয়ে দেয়। গরমের দাবদাহে এখন দেশের বিভিন্ন অংশের মতই কেরালাও জ্বলছে। বেলা বাড়লে আগুনে গরমে রাস্তায় থাকা যাচ্ছেনা।


এই গরম থেকে রেহাই দিতে পারে কেবল আম বৃষ্টি। যা কেরালায় মার্চ মাস থেকেই শুরু হয়ে যায়। এবার কিন্তু তার দেখা মেলেনি। ফলে গরম অসহ্য হলেও মাঝেমধ্যে এই বৃষ্টি গরমে কিছুটা হলেও রাশ টেনে দেয়।

এবার সেটা হচ্ছেনা। কেরালায় আম বৃষ্টি মার্চে তো হয়নি বটেই, এমনকি এপ্রিলেও এখনও তার দেখা নেই। যা সরাসরি প্রভাব ফেলেছে কেরালায় লোকসভা ভোটের প্রচারে।

যে যে দলের প্রার্থীই হোন না কেন, প্রচারের সময় সকলের হুবহু মিলে যাচ্ছে। সকলেই সকাল ৮টা বাজার আগেই বেরিয়ে পড়ছেন প্রচারে। বেলা একটু বাড়লেই রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। প্রার্থীরা ফিরে যাচ্ছেন হয় পার্টি অফিসে, নয়তো বাড়িতে। ফের প্রচার শুরু হচ্ছে বিকেল নামলে। চলছে রাত পর্যন্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button