World

বিস্ফোরণে রাস্তা থেকে উড়ে গিয়ে ট্যাঙ্কার পড়ল কারখানায়, মৃত ১৯

প্রবল বিস্ফোরণে উড়ে গেল একটি জ্বালানি ভর্তি ট্যাঙ্কার। মৃত্যু হল ১৯ জনের। আহত ১৭২।

বেজিং : ট্যাঙ্কারে ভর্তি ছিল তরল পেট্রোলিয়াম গ্যাস। ট্যাঙ্কারটি হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল। আচমকাই চলন্ত ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের পর ট্যাঙ্কারটি রাস্তা থেকেই অনেকটা ওপরে উড়ে যায়। তারপর উড়ে গিয়ে পড়ে হাইওয়ের ধারের একটি কারখানার ওপর। সেখানে দ্বিতীয় একটি বিস্ফোরণ হয়। ট্যাঙ্কার তো বটেই, সঙ্গে কার্যত তছনছ হয়ে যায় কারখানাটি।

পুরো ঘটনাটি কোনও অ্যাকশনধর্মী সিনেমার দৃশ্যের চেয়ে কম ছিলনা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। কারখানার ওপর পড়ার পর যে ভয়ংকর বিস্ফোরণটি হয় তাতে কারখানার পাশাপাশি আশপাশের বেশ কিছু বাড়িও ভেঙে পড়ে। গোটা এলাকাটা তছনছ হয়ে যায়। দ্রুত সেখানে হাজির হন ২ হাজার ৬৬০ জন উদ্ধারকারী। উদ্ধারের জন্য ৩০টি বড় মেশিন নিয়ে আসা হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঘটনায় ১৯টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা। ১৭২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটে চিনের ঝেজিয়াং প্রদেশে। রবিবারও উদ্ধারকাজ চলে। একটা বড় এলাকা জুড়ে এখন শুধু ধ্বংসের ছবি। কেন এই দুর্ঘটনা ঘটল তা এখনও পরিস্কার নয়। তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *