Sports

চিনের মাটিতে প্রথম সেঞ্চুরি হাঁকাল ভারত

এই প্রথম সেঞ্চুরি হাঁকাল ভারত। অবশ্যই তা ভারতীয়দের গর্বিত করেছে। ১০৭-এ শেষ হল ভারতের ইনিংস। যা তাদের সর্বকালের রেকর্ড।

এ লড়াই কম কঠিন ছিলনা। তবে প্রস্তুতি যে অন্যান্য বারের তুলনায় অনেকটাই ভাল ছিল তা ১৫ দিনের লড়াইতেই পরিস্কার ছিল। আর তা প্রথম দিন থেকেই পরিস্কার হতে শুরু করেছিল। তারপর দিন যত গড়িয়েছে ততই রেকর্ড তৈরি করেছে ভারত। এমনকি ভারতও যে এ খেলা খেলে এমন ধারনা যাঁদের ছিলনা, তেমন খেলাতেও সোনা জিতে নেয় তারা।

এশিয়াডের যুদ্ধে এভাবেই নিজেদের দাপট তুলে ধরল ভারত। হ্যাংঝু ২০২২ এশিয়ান গেমসে যে ইতিহাস ভারত লিখল তা অবশ্যই এ দেশের ক্রীড়া মানচিত্রের সম্মান অনেকাংশে বাড়িয়ে দিল।

ভারত ১৫ দিনের এই এশিয়া মহাদেশের ক্রীড়া মহাযুদ্ধে ২৮টি সোনা, ৩৮টি রূপো এবং ৪১টি ব্রোঞ্জ পেয়ে শেষ করল চতুর্থ স্থানে। মোট পদক সংখ্যা ১০৭।

এর আগে ১৮টি এশিয়াড অনুষ্ঠিত হয়েছে। তাতে কোনও বারই ১০০ পদকের গণ্ডি পার করতে পারেনি ভারত। সেই সঙ্গে এবারই এশিয়াডে সবচেয়ে বেশি সোনা জয়ের ইতিহাস রচনা হল। এর আগে কখনও ভারত ২৮টি সোনা জয় করতে পারেনি।


এশিয়াডে প্রথম স্থানে শেষ করল চিন। সোনা প্রাপ্তিতেই তারা ডবল সেঞ্চুরি করল। মোট পদক সংখ্যা ৩৮২টি। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। তাদের সংগ্রহ ১৮২টি পদক। তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। তাদের সংগ্রহ ১৯০টি পদক।

জাপানের পদক সংখ্যা কম হলেও তারা সোনা জিতেছে ৫১টি। সেখানে দক্ষিণ কোরিয়ার সোনা জয় ৪২টি। ফলে তারা সোনার পদক কম থাকায় তৃতীয়। তারপরই স্থান পেয়েছে ভারত। এই ৪টি দেশই ১০০ পদকের গণ্ডি পার করতে পেরেছে এবারের এশিয়াডে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button