SciTech

হলুদ রংয়ে হোলি খেলে ডাইনোসরের সময়ের গাছ

এ গাছ শুধু গাছ নয়, এ এক জীবন্ত জীবাশ্ম। এ গাছ শরতকালে হোলি খেলে। হলুদ রংয়ের হোলি। যে রঙিন খেলা দেখতে মানুষ হাজির হন দল বেঁধে।

এ গাছ ডাইনোসরের সময়ও ছিল, এখনও আছে। হিসাব বলছে ২০০ মিলিয়ন বছর আগেও পৃথিবীর বুকে এ গাছের অস্তিত্ব ছিল। তারপর আমূল বদলে গেছে পৃথিবীর আবহাওয়া। বহু প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে। বদলে দিয়েছে পৃথিবীর মানচিত্র। সে সময়ের প্রাণি, গাছপালা সবই প্রায় মুছে গেছে। কিন্তু এ গাছ রয়ে গেছে সব ঝাপটা সহ্য করে।

তাই অনেকে একে জীবন্ত জীবাশ্ম বলেও ডেকে থাকেন। এ গাছের নাম গিনকো। ডাইনোসরের সময়ও ছিল, এখনও আছে। সেই গিনকো গাছ রয়েছে চিনের ঝোংনান পর্বতমালার কাছে অবস্থিত গু গুয়ানিন বৌদ্ধ মন্দিরের চত্বরে।


এই গিনকো গাছটিরও বয়স শুনলে অনেকেই বিশ্বাস করতে চান না। এ গাছটির বয়স ১ হাজার ৪০০ বছর। ৬০০ খ্রিস্টাব্দে জন্ম নেওয়া সে গাছ আজও বেঁচে আছে নিজের মত করে।

China
১৪০০ বছর পুরনো গিনকো গাছ, ছবি – সৌজন্যে – এক্স – @ThamKhaiMeng

প্রতিবছর শরৎকালে এর রূপ যেন ফেটে পড়ে। সে সময় গাছের সব পাতা হলুদ হয়ে যায়। ক্রমে তা সোনালি রূপ নিতে থাকে। তারপর ঝরে পড়ে গাছের তলায়।


গাছের তলায় বলতে সে অগুন্তি সোনালি হলুদ পাতা স্তূপাকৃতি হয়ে ছড়িয়ে পড়ে চারধারে। চারধার সে পাতার রংয়ে হলুদে হলুদ হয়ে যায়।

South Korea
৮০০ বছর পুরনো গিনকো গাছ, ছবি – সৌজন্যে – এক্স – @astheticviews

সে সময় এই বৌদ্ধ মন্দিরে যেন হলুদ রংয়ে হোলি খেলে এই গিনকো গাছটি। একটি গাছ থেকেই সোনালি হলুদ পাতা ঝরে যে অপরূপ প্রকৃতির জন্ম দেয় তা দেখতে প্রতিবছর শুধু চিন নয়, অন্য অনেক দেশ থেকেও পর্যটকেরা ছুটে আসেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button