World

পুরুষাঙ্গে মোবাইল চার্জারের তার ঢুকিয়ে ফাঁপরে বৃদ্ধ


ফোনের চার্জার কেবল কি কাজে লাগে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। ফোনে চার্জ দেওয়া ছাড়া তার আর কোনও কাজ নেই। প্রচলিত এই ধারণার বাইরে গিয়ে মোবাইল ফোনের চার্জারকে অন্য কাজে ব্যবহার করতে গিয়ে নিজের চরম বিপদ ডেকে আনলেন তিনি। সম্প্রতি চার্জারের তার দিয়ে অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন চিনের নাগরিক এক ষাটোর্ধ বৃদ্ধ।


বেশ কিছুদিন যাবৎ মূত্রনালিতে চুলকানি অনুভব করছিলেন ওই প্রবীণ ব্যক্তি। এই কষ্ট সহ্য করতে না পেরে অবশেষে নিজেই নিজের চিকিৎসার দায়িত্ব নেন তিনি! চুলকানি কমাতে মোবাইল চার্জ দেওয়ার কেবল বৃদ্ধ ঢুকিয়ে দেন তাঁর পুরুষাঙ্গের মধ্যে। এতেই ঘটে যায় মারাত্মক বিপত্তি। কোনওরকমে পুরুষাঙ্গের ভিতর তার ঢুকিয়ে দিলেও সেটিকে টেনে বার করতে গিয়ে বৃদ্ধ পড়ে যান মহা ফাঁপড়ে। কিছুতেই তার টেনে বাইরে বার করতে তো তিনি পারলেনই না, উল্টে মূত্রথলিতে চেপে বসা তারে টান পড়ায় ঘটে যায় রক্তারক্তি কাণ্ড।


ওই অবস্থায় প্রাণ বাঁচাতে কোনওরকমে স্থানীয় হাসপাতালে ছুটে যান বৃদ্ধ। বৃদ্ধের মুখে সব কথা শোনার পর তাজ্জব বনে যান চিকিৎসকরা। দেখেন, ৫ মিলিমিটার চওড়া তার বজ্র আঁটুনির মত আষ্টেপিষ্টে চেপে বসে আছে প্রবীণের পুরুষাঙ্গে। ঘণ্টাখানেকের চেষ্টায় বৃদ্ধের মূত্রথলিতে জড়িয়ে যাওয়া তার অস্ত্রোপচার করে বার করতে সমর্থ হন চিকিৎসকরা। এ যাত্রায় রক্ষা পান ওই প্রবীণ ব্যক্তি।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *