Astro Tips

রাতে আয়নায় মুখ কেন দেখবেন না, ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি

জীবনে মোট পাঁচজন কুমারী ও সধবা মহিলার মুখে শুনেছি এ ঘটনা। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছেন এই ভয়ানক ঘটনা।

রাতে আয়নায় মুখ দেখতে নেই, দেখলে কলঙ্ক রটে। আসলে কলঙ্কের কথা বলা হয়েছে, কেউ যেন রাতে আয়নায় মুখ না দেখে। আমার অভিজ্ঞতা একেবারে অন্য ধারায় প্রবাহিত।


১৯৭২ সালের ১০ মার্চ মধুমতী সাধনায় সিদ্ধ এক তন্ত্রসাধকের সঙ্গলাভ করি কামাখ্যায়। তখন বোধবুদ্ধি ও কাণ্ডজ্ঞান তেমন ছিল না। কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যা আমার স্মৃতিতে আজও অটুট, বেটা, একমাত্র রাতে প্রেতাত্মার আবির্ভাব ঘটে আয়নায়।

কর্মজীবনে পেশার সুবাদে বহু মানুষের সান্নিধ্যে আসতে হয়। তাদের মুখে জেনেছি, বেশ কিছু মহিলার রাতে মাথায় তেল দেওয়া বা চুল আঁচড়ানোর অভ্যাস আছে এবং সেটা প্রায় ক্ষেত্রেই আয়নার সামনে দাঁড়িয়ে।



জীবনে মোট পাঁচজন কুমারী ও সধবা মহিলার মুখে শুনেছি, রাতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর সময় অচেনা কোনও মৃতের মুখ ভেসে উঠতে দেখেছেন। তারপর থেকে শারীরিক মানসিক ও শারীরিক নির্যাতনের যেন পরিসীমা নেই। বহু তান্ত্রিক ওঝা বদ্যি করে আজও তাঁরা এই যন্ত্রণা হাত থেকে মুক্তি পাননি। ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। — তথ্য — শিবশংকর ভারতী

Show More

Sibsankar Bharati

স্বাধীন পেশায় লেখক জ্যোতিষী। ১৯৫১ সালে কলকাতায় জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক। একুশ বছর বয়েস থেকে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পত্রিকায় স্থান পেয়েছে জ্যোতিষের প্রশ্নোত্তর বিভাগ, ছোট গল্প, রম্যরচনা, প্রবন্ধ, ভিন্নস্বাদের ফিচার। আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দলোক, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, সকালবেলা সাপ্তাহিকী, নবকল্লোল, শুকতারা, দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিবেদন 'আমার সময়' সহ অসংখ্য পত্রিকায় স্থান পেয়েছে অজস্র ভ্রমণকাহিনি, গবেষণাধর্মী মনোজ্ঞ রচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button