Astro Tips
শনিদেবের দোষ কাটাতে শনিবারেই করতে হবে এই কাজটি
তথ্যটি জেনে রাখুন। কাজটি করলে বড় ধরনের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না। ক্ষতিও কিছু হবে না। শেয়ার করে বাকিদের জানতে সাহায্য করুন।

এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না। যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।
কাজটা করতে হবে শনিবার দিন। পাঁচশো গ্রাম কাঠকয়লা সংগ্রহ করে কালো কাপড়ে বাঁধতে হবে। এবার মাথা থেকে পা পর্যন্ত ওই পোঁটলাটা সাতবার উপর নিচ করে ফিরিয়ে নিয়ে বেলা ১২টায় স্রোতবতী কোনও নদীতে বা পুকুরে ওটা ভাসিয়ে দিলেই হবে। এতে শনিদেবের দোষ উপশম হয়ে সার্বিক দুর্ভোগ কাটে। — তথ্য – শিবশংকর ভারতী
Good
Jay baba barothakur ar Jay pronam
জয় বাবা শনিদেব
জয় বাবা
Jai baba shanidev
jay baba shnidev
joy sani dev
Jay sonideb
Jai sri sanedavio namo
Joy baba soni deb
Jai shani dev
Joy baba moharaj
Joy Baba Soni Dev
Joy Baba shanidev