Wednesday , January 23 2019
Sleeping
প্রতীকী ছবি

রাতের বেলা দুঃস্বপ্ন দেখে থাকলে তার প্রতিকার – শিবশংকর ভারতী

এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না। যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।

Astro Tips

অনেক সময় বাচ্চারা বা বড়রা রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পায়। জেগে উঠে চিৎকার ও কান্নাকাটি করে। এসব ক্ষেত্রে ফিটকিরির একটা বড় টুকরো (সাবানের আকারে কিনতে পাওয়া যায়) শোয়ার সময় বালিশের নিচে রাখলে উক্ত উপসর্গ দূর হয়। এছাড়াও বোঁটা সমেত তুলসী পাতা শোয়ার সময় বালিশের নিচে রাখলে উক্ত উপসর্গ দূর হয়।

Advertisements
Advertise With Us

Check Also

Kumbh Mela

এই জগতে অমৃতের দু-চার ফোঁটা যে জায়গায় পাবেন – শিবশংকর ভারতী

একথা নতুন কোনও কথা নয়। বলা কথা আবার নতুন করে বলা। এ কথা পুরাণের কথা। দেবরাজ ইন্দ্রের তপস্যায় প্রীত হলেন নারায়ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *