Astro Tips

ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে দোষ কাটাতে কী করবেন

রাতের বেলা দুঃস্বপ্ন দেখে থাকলে তার প্রতিকার।

এখানে যে বিষয়গুলি উল্লেখ করছি তা আমার মন গড়া কোনও কথা নয়। যে কাজগুলির কথা বলছি তাতে বড় ধরণের আর্থিক খরচের মধ্যে পড়তে হবে বলে মনে হয় না।

যাঁরা নানান সমস্যায় আছেন, আর যাঁরা এই বিষয়গুলিতে একেবারেই অবিশ্বাসী অথচ সমস্যায় আছেন, তাঁরাও না হয় কোরামিন বা ডেকাড্রন না ভেবে অবিশ্বাসের সঙ্গেই করে দেখতে পারেন, আর যাই হোক, ক্ষতি কিছু হবে না।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় মানুষের কল্যাণে সাধুদের দেওয়া উপদেশের ভিত্তিতে এই কথাগুলি বলা।

Astro Tips

অনেক সময় বাচ্চারা বা বড়রা রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পায়। জেগে উঠে চিৎকার ও কান্নাকাটি করে। এসব ক্ষেত্রে ফিটকিরির একটা বড় টুকরো (সাবানের আকারে কিনতে পাওয়া যায়) শোয়ার সময় বালিশের নিচে রাখলে উক্ত উপসর্গ দূর হয়। এছাড়াও বোঁটা সমেত তুলসী পাতা শোয়ার সময় বালিশের নিচে রাখলে উক্ত উপসর্গ দূর হয়। — তথ্য – শিবশংকর ভারতী

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *