World

ফের রাশিয়ার মসনদে ভ্লাদিমির পুতিন

যা হওয়ার ছিল সেটাই হল। রাশিয়ার মসনদে আগামী ৬ বছরের জন্য নিজের জায়গা পাকাপোক্ত রয়েই গেল ভ্লাদিমির পুতিনের। রবিবারের নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়ে এই নিয়ে টানা ৪ বার রাশিয়ার প্রেসিডেন্ট পদ নিজের দখলে রাখলেন পুতিন। তাঁর এই সাফল্য অনায়াসে মনে পড়িয়ে দেয় জোসেফ স্তালিনের কথা। দীর্ঘ ২৯ বছর ধরে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা ভোগ করেছিলেন স্তালিন। সেদিক দিয়ে দেখলে স্তালিনের থেকে মাত্র ৫ বছর পিছিয়ে ভ্লাদিমির পুতিন। ২০১২ সালের নির্বাচনের তুলনায় এবারে তাঁর ভোটের সংখ্যাও বেড়েছে। ৬ বছর আগের নির্বাচনে পুতিন পেয়েছিলেন ৬৪ শতাংশ ভোট। ২০১৮-য় যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ শতাংশ। যা এককথায় বিশাল অঙ্কের ব্যবধান।

রাশিয়ায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১০৭ মিলিয়ন। যাদের সিংহভাগ প্রেসিডেন্ট হিসেবে আস্থা রাখলেন ৬৫ বছরের দুঁদে রাজনীতিবিদের ওপর। এবারের প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন ৮ জন। তাই জয়ের পথ খুব একটা মসৃণ ছিল না। পুতিনের কপালে ভাঁজ ফেলে দেওয়ার মত কঠিন প্রতিদ্বন্দ্বীও ছিলেন নির্বাচনী লড়াইয়ের ময়দানে। কিন্তু আইনি জটিলতার কারণে অ্যালেক্সি নাভালনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ফলে আগেই পুতিনের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *