World

তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার, পাল্টা হুমকি বাইডেনের

রাশিয়া ইউক্রেনে হানা দেওয়ার পর থেকেই সেখানে বোমাবর্ষণ শুরু করেছে। এবার তারা পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়ে দিল। যা সত্যি হলে ভয়ংকর হতে পারে।

ইউক্রেনে হানা দেওয়ার পর রাশিয়া কিন্তু এখন কার্যত গোটা বিশ্বে অনেকটাই কোণঠাসা। খুব কম দেশকেই তারা পাশে পেয়েছে। অধিকাংশ দেশই তাদের বিরুদ্ধে। এমনকি ইউক্রেনকে অস্ত্র সাহায্যও দিতে শুরু করেছে বিভিন্ন দেশ।

অন্যদিকে রাশিয়ার ওপর চাপ বাড়াতে একের পর এক নিষেধাজ্ঞা জারি হচ্ছে। রাশিয়ার বিমান পর্যন্ত কিছু দেশ তাদের আকাশ দিয়ে উড়তে দিচ্ছেনা।

এই অবস্থায় কোণঠাসা রাশিয়া এবার ঘুরিয়ে পরমাণু অস্ত্রের হুমকিটা দিয়ে দিল। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লেভরভ জানিয়েছেন, কিয়েভ যদি পরমাণু অস্ত্র জোগাড় করে আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে কিন্তু পরমাণু অস্ত্রের ব্যবহার হবে। রাশিয়া যে পরমাণু অস্ত্র প্রয়োগ করতেই পারে সে হুমকি দিয়ে দিলেন লেভরভ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ইউক্রেনে যদি রাশিয়া সফলও হয় তাহলেও তাদের আগামী দিনে দীর্ঘ সময় তার ফল ভোগ করতে হবে। এমনকি আরও একধাপ উঁচিয়ে বাইডেনের দাবি, রাশিয়ার ধারনা নেই তাদের জন্য কি অপেক্ষা করছে।

Joe Biden
ফাইল : জো বাইডেন, ছবি – আইএএনএস

এদিকে এরমধ্যেই রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ করা সংস্থা বিপি তাদের শেয়ার তুলে নিচ্ছে। যা রাশিয়ার অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে।

অর্থনৈতিক দিক থেকে রাশিয়াকে কোণঠাসা করার যে নীতি বিশ্ব নিয়েছে তাতে কিন্তু সাফল্য আসছে। এটা রাশিয়ার সাধারণ মানুষের জন্য খুব সুখের হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button