Business

শিক্ষা ক্ষেত্রে আমূল বদল চাইছে কেন্দ্র, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে জোর


দেশের শিক্ষা ক্ষেত্রের আমূল বদল চাইছে কেন্দ্র। তারই ইঙ্গিত স্পষ্ট হল শনিবারের কেন্দ্রীয় বাজেটে। শিক্ষায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের যে রাস্তা খুলে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তা সেই শিক্ষা ব্যবস্থাকেই বদলে দিতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে যদিও খুশি নন বিরোধীরা। এভাবে শিক্ষায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিরুদ্ধেই মুখ খুলেছেন তাঁরা।


অর্থমন্ত্রী অবশ্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পাশাপাশি শিক্ষার ভোলবদলে বিপুল অঙ্ক বরাদ্দ করেছেন। ৯৯ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে শিক্ষা খাতে। যা দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে। ঢেলে সাজানো হবে শিক্ষা ব্যবস্থাকে। অনলাইন সুবিধাও বাড়বে। এছাড়া স্কিল ডেভেলপমেন্টের মত শিক্ষাতেও জোর দেওয়া হচ্ছে। যাতে তা আগামী দিনে কারও রুজি রুটির বন্দোবস্ত করে দিতে পারে।


পুলিশ বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। প্রস্তাব দেওয়া হয়েছে ফরেনসিক বিশ্ববিদ্যালয় গড়ারও। এছাড়া অনলাইনে ডিগ্রি প্রদানের মত বিষয় এবারের বাজেটে গুরুত্ব পেয়েছে। শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ দেশের পড়ুয়াদের জন্য নতুন রাস্তা খুলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। জাতীয় শিক্ষা নীতিতে সরকার যে বদল আনতে চাইছে তা পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *