Entertainment

পশুহীন ফ্যাশনের প্রচারে ক্যামেরার সামনে নগ্ন হলেন সানি


সানি লিওন একসময়ে চুটিয়ে নীল ছবিতে অভিনয় করেছেন। ফলে নগ্নতা তাঁর কাছে নতুন কিছু নয়। কিন্তু এবার নগ্ন হলেন একদম অন্য উদ্দেশ্যে। বিশ্বের তামাম পশুর পাশে দাঁড়িয়ে, বিশেষত ফ্যাশনদুরস্ত হতে মানুষ যেসব প্রাণির চামড়া সবচেয়ে বেশি পছন্দ করে, সেসব পশুর পাশে দাঁড়ালেন তিনি। পিপল ফর দা এথিক্যাল ট্রিটমেন্ট বা পেটা-র তরফে ভারতে যে সচেতনতা অভিযান শুরু হয়েছে তাতে সানি লিওন ও তাঁর স্বামীই মুখ। প্রচারের উদ্দেশ্যে দুজনেই ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন। সাদা কালো এই ছবিতে দেখা গেছে সানির স্বামী ডানিয়েল ওয়েবার সামনে রয়েছেন। দেহের অনেকটা অংশ ট্যাটুতে ঢাকা। আর তাঁর পাশেই নগ্ন অবস্থায় সানি লিওন।


মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সানির এই প্রচারে তিনি সাধারণ মানুষকে পশুর চামড়ার তৈরি পোশাক, ব্যাগ বা অন্য সামগ্রির বদলে সিন্থেটিক চামড়া বা মক ক্রক-এর মত বস্তু বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর স্বামী ডানিয়েলের আহ্বান, পশুহত্যা করে তার চামড়া ব্যবহারের পাশবিতকার রাস্তায় না হেঁটে মানুষের এটা বোঝা দরকার যে পশুদের ছাড়া জীবন অসম্পূর্ণ। তাদেরকেও সম্মানের সঙ্গে বাঁচতে দেওয়া উচিত। সানি লিওন-এর সিনেমার পর্দায় নগ্নতা আর পেটা-র এই মহৎ উদ্দেশ্যে নগ্নতার ফারাক আছে। সেকথা মেনে নিচ্ছেন সকলেই। পেটার জন্য প্রচারমূলক বিজ্ঞাপনের মুখ হওয়ার পাশাপাশি এই প্রচারের স্লোগান হিসাবে ‘ইঙ্ক, নট মিঙ্ক’ ট্যাগ লাইনকে সঙ্গী করেছেন সানি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *