Kolkata

সুস্থ হচ্ছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়


ডেঙ্গি আক্রান্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের অবস্থার কিছুটা উন্নতি হল। প্লেটলেট কমতে কমতে গত সোমবার ২০ হাজারে গিয়ে ঠেকেছিল। এতটা প্লেটলেট পড়ে যাওয়া অবশ্যই আশঙ্কার কথা। ফলে প্রবল চিন্তায় ছিল গঙ্গোপাধ্যায় পরিবার। মঙ্গলবার সেই প্লেটলেট বেড়ে ৫০ হাজার হয়েছে।


হাসপাতাল সূত্রের খবর, প্লাজমা দেওয়ার পর তাঁর অবস্থার উন্নতি হয়েছে। সঙ্কট অনেকটাই কেটেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতেই এডিস মশার লার্ভা পান পুর কর্মীরা। সৌরভকে নোটিস পাঠিয়ে তা দ্রুত সাফ করার কথাও জানায় পুরসভা। যদিও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তার আগেই ডেঙ্গি কাবু করে। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। আপাতত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন এটাই চাইছেন বাড়ির সবাই।


(ছবি – সৌজন্যে – ফেসবুক)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *