National

রাহুল গান্ধীর জন্য পাত্রী খুঁজে দিতে বললেন মা সনিয়া

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জীবনে কি এবার বিয়ের সানাই বাজতে চলেছে। ২ মহিলার কাছে রাহুল গান্ধীর জন্য পাত্রী খুঁজে দেওয়ার কথা বললেন সনিয়া গান্ধী।


গান্ধী পরিবারের ছেলে হওয়ার পাশাপাশি রাহুল গান্ধী এখন কংগ্রেসের অন্যতম মুখ। ৫৩ বসন্ত পার করা রাহুল বিয়ে করেননি। আর ছেলের বিয়ে নিয়ে মায়েদের চিন্তা তো থাকেই।


ছেলে বিবাহযোগ্য হলে মায়েরা তাঁর আত্মীয় পরিজন তো বটেই এমনকি পরিচিত কাউকে পেলও ছেলের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে দেওয়ার কথা পেড়ে ফেলেন। সনিয়া গান্ধীর ক্ষেত্রেও সেটাই হল।


হরিয়ানার কৃষক পরিবারের ২ বোন এসেছিলেন সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে। সনিয়ার সঙ্গে তাঁরা দেখা করেন। সময় কাটান। গল্পগুজব করেন। খাওয়াদাওয়াও গান্ধী পরিবারের সঙ্গেই সারেন তাঁরা। ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও।

গল্পের ফাঁকে রাহুল গান্ধীর বিয়ে নিয়ে কথা ওঠে। যেমন পারিবারিক আলোচনায় হয়ে থাকে। কথাটা উঠতেই সনিয়া গান্ধী ওই ২ মহিলাকে রাহুল গান্ধীর জন্য পাত্রী খুঁজতে অনুরোধ করেন।


রাহুল গান্ধী এদিন জানান, তাঁর মা, তিনি ও প্রিয়াঙ্কা একটা দারুণ দিন কাটালেন। ওই ২ কৃষক পরিবারের বোনেদের সঙ্গে হালকা গল্পগুজব হাসিঠাট্টায় একদম অন্য একটা দিন। সঙ্গে উপরি পাওনা দেশি ঘি, বাড়িতে তৈরি আচার, লস্যি এবং অনেক ভালবাসা। ট্যুইট করে জানান রাহুল।


কিছুদিন আগে হরিয়ানায় রাহুল সফর করার সময় ওই মহিলারা জানান তাঁরা দিল্লিও দেখেননি, রাহুল গান্ধীর বাড়িও দেখেননি। তখনই তাঁদের দিল্লিতে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করে আসেন রাহুল। সেই নিমন্ত্রণ রক্ষা করলেন কৃষক মহিলারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *