Entertainment

সিনেমার পর্দায় নিজের অভিনয় দেখতে মুখিয়ে আছেন নোরা

‘স্ট্রিট ডান্সার ৩ডি’-তে তিনি যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রটি দারুণ। আর সেই চরিত্রে নিজের অভিনয় দেখতে মুখিয়ে আসেন তিনি। একথা নিজেই জানালেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। ‘স্ট্রিট ডান্সার ৩ডি’-তে তাঁর সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরের মত বলিউড তারকারা। সিনেমাটির শ্যুটিং ৬ মাস ধরে চলার পর তা শেষ হয়েছে। এখন অপেক্ষা কবে মুক্তি পাবে এই ছবি। আর সেই অপেক্ষায় দিন গুনছেন নোরা।

‘বাটলা হাউস’ সিনেমায় তিনি ‘ও সাকি, সাকি’ গানের সঙ্গে নাচের দৃশ্যে অভিনয় করেছেন। তা নিয়েও যথেষ্ট উত্তেজিত নাচে তুখোড় হিসাবে পরিচিত নোরা। নোরা জানান, তাঁর জন্য একটি নাচের দৃশ্যের জন্য গান ভাবা হচ্ছিল। সেখান থেকেই ‘ও সাকি, সাকি’ গানটির জন্য তাঁকে বেছে নেওয়া হয়। নোরা জানান সিনেমার শ্যুটিং কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তার অনেক পরে তাঁকে নিয়ে ‘ও সাকি, সাকি’ গানের সঙ্গে নাচটির শ্যুটিং করা হয়।

বাটলা হাউস সিনেমাটি আগামী ১৫ অগাস্ট রিলিজ হতে চলেছে। সিনেমায় রয়েছেন জন আব্রাহাম ও ম্রুণাল ঠাকুরের মত অভিনেতা। এছাড়াও দেশের বাইরে বেশ কিছু কাজ তিনি করছেন বলে জানান নোরা। তাঁকে দর্শকরা নাচের দৃশ্যের জন্যই সবচেয়ে বেশি চেনেন। বাটলা হাউসের গানের পাশাপাশি কিন্তু নোরা নিজে বেশি মুখিয়ে আছেন ‘স্ট্রিট ডান্সার ৩ডি’-তে নিজেকে দেখার জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *