Kolkata

রাজ্যে সপ্তাহে ২ দিন করে সম্পূর্ণ লকডাউন

সপ্তাহে ২ দিন করে রাজ্যে লকডাউন থাকবে। ঘোষণা করলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : এখন থেকে সপ্তাহে ২ দিন করে গোটা রাজ্য জুড়ে লকডাউন থাকবে। লকডাউন বিধি কড়া হবে। এছাড়া কন্টেনমেন্ট জোনগুলিতে যেমন লকডাউন চলছে তেমনই চলবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন বলবৎ থাকবে। সামনের সপ্তাহের বুধবার লকডাউন থাকবে। সামনের সপ্তাহের দ্বিতীয় কোন দিনে লকডাউন তা পরে জানাবে রাজ্যসরকার। সোমবার একথা জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আনলক পর্বে রাজ্যে যেভাবে সবকিছুই প্রায় দ্রুত খুলে দেওয়া হয় তখনই প্রশ্ন উঠছিল কেন এমনভাবে সবকিছু খুলে ঝুঁকি বাড়ানো হচ্ছে। হয়তো অর্থনীতির চাকা ঘোরাতে আনলক দরকার ছিল, কিন্তু অতিদ্রুত সব কিছু খোলার পথে হাঁটার জন্য রাজ্যসরকারের সমালোচনা হচ্ছিল অনেকের মুখে মুখে। এখন কিন্তু গোষ্ঠী সংক্রমণের পরিস্থিতি তৈরি হয়ে গেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সপ্তাহে যে ২ দিন করে লকডাউন হবে তা কীভাবে কতটা কড়াকড়ির মধ্যে বলবৎ থাকবে তাও জানার অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। রাজ্যে সংক্রমণ যেভাবে প্রতিদিনই নতুন উচ্চতা ছুঁয়ে ফেলছে তাতে চিন্তার ভাঁজ পুরু হচ্ছে। পরিস্থিতি ক্রমশ কঠিন অবস্থায় পৌঁছে যাচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *