State

শঙ্করপুরে গার্ডওয়াল টপকে জলোচ্ছ্বাস, দিঘাতেও একই ছবি

দিঘা ছাড়াও এক অন্যতম পর্যটনস্থল হয়ে উঠেছে শঙ্করপুর। দিঘায় যেমন সমুদ্রের জল গার্ডওয়াল টপকে রাস্তায় এসে পড়েছে, তেমনই শঙ্করপুরে জল ঢুকছে দুপুর থেকে।

পূর্ব মেদিনীপুরের উপকূল জুড়ে রয়েছে এ রাজ্যের বেশ কয়েকটি সমুদ্রতটের পর্যটনস্থল। যার অন্যতম দিঘা। সেই দিঘায় মঙ্গলবার সমুদ্রকে ক্রমশ উত্তাল হতে দেখা গেছে।

যশ-এর জেরে দিনভর বৃষ্টি হয়েছে। বয়েছে ঝোড়ো হাওয়া। সেইসঙ্গে সমুদ্রের উত্তাল জলরাশি বিভিন্ন সময় গার্ডওয়াল টপকে ঢুকে এসেছে রাস্তায়।


আর এক পর্যটনস্থল শঙ্করপুরে এদিন সমুদ্রের উত্তাল জলরাশি ঢুকে আসে তীর ছাড়িয়ে ভিতরে। ফলে সমুদ্র তীরবর্তী বেশ কিছু এলাকায় জল ঢুকে পড়ে। মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

আর এক পর্যটনস্থল বকখালিতেও প্রবল ঝড় ও বৃষ্টি হয়েছে। যা ক্রমশ আরও বাড়বে।


পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্রের তীর ধরে এমন অনেক অনামী জায়গাও রয়েছে যেখানকার স্থানীয় মানুষ তাঁদের গ্রামকে সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে নিজেরাই গত ২ দিন ধরে বাঁধ মেরামতির চেষ্টা চালাচ্ছেন।

বেশ কিছু নদী বাঁধেও ফাটল দেখা যাওয়ায় প্রশাসনের অপেক্ষা না করে গ্রামবাসীরাই বাঁধ মেরামতি শুরু করে দেন। সকলেই চাইছেন যশ আছড়ে পড়ার আগে যতটা পারা যায় রক্ষা পাওয়ার মত পরিস্থিতি তৈরি করতে।

অনেক জায়গা থেকে মানুষ ঝুঁকি না নিয়ে সরকারের তৈরি ত্রাণ শিবিরে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার সকালে বিদ্যাধরী নদীর জলও ফুলে ফেঁপে ওঠে।

Show Full Article
Back to top button