Entertainment

পাশে বসে শাহরুখ খান, দেখেই এক কাণ্ড করে বসলেন হলিউডের সুপারস্টার নায়িকা

বেসিক ইন্সটিংক্ট সিনেমার নায়িকা শাহরুখ খানকে তাঁর পাশে বসে থাকতে দেখে এমন এক কাণ্ড করলেন যা কার্যত বিশ্বজুড়ে খবর হয়ে গেল।


বেসিক ইন্সটিংক্ট সিনেমাটি অনেকেরই মনে আছে। নারী কেন্দ্রিক ওই সিনেমার সব আলোটুকু যিনি নিজের দিকে টেনে নিয়েছিলেন তিনি সিনেমার নায়িকা শ্যারন স্টোন। তাঁর সেই লাস্যময়ী অভিনয় বেসিক ইন্সটিংক্ট-কে হলিউডের অন্যতম সেরা বক্স অফিস পাওয়া সিনেমা করে দিয়েছিল।


সেই শ্যারন স্টোন অবশ্য শুধু ওই একটি সিনেমা বলেই নয়, একের পর এক সিনেমায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখে হলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হয়ে উঠেছিলেন। এখনও তাঁর নাম এক ডাকে গোটা বিশ্ব চেনে।


সেই সুন্দরী অভিনেত্রী যে শাহরুখ খানকে দেখে এমনটা করতে পারেন তা হয়তো সিনেমা নিয়ে চর্চা করা বহু মানুষ ভাবতেও পারেননি। ভাবতে পারেননি সিনেমা জগতের মানুষজনও।

সৌদি আরবের জেড্ডায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এর মঞ্চে ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য শাহরুখ খানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সেখানে তাঁর নাম পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা হওয়ার পর চেয়ার থেকে উঠে দাঁড়ান বলিউডের বাদশা।


শাহরুখ উঠে দাঁড়াতেই তাঁর পাশে বসা শ্যারন স্টোন কার্যত হাঁ হয়ে যান। হাততালির পাশাপাশি বলে ওঠেন ওহ মাই গড। যার সহজ অর্থ হল তিনি বিশ্বাসই করতে পারছেন না শাহরুখ তাঁর পাশে বসেছিলেন। শ্যারন স্টোনের এই অভিব্যক্তি দেখে শাহরুখ তাঁকে পাল্টা সেলাম জানান।


শ্যারন স্টোনের মত বিশ্বখ্যাত এক তারকা যেভাবে শাহরুখ খানকে দেখে হতবাক হয়ে গেলেন, দেখে মনে হতেই পারে যে সাধারণ কোনও মানুষের পাশে শাহরুখ বসেছিলেন। তিনি তা হঠাৎই জানতে পেরে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *