Durga Pujo

সিমলা স্পোর্টিং ক্লাব


উত্তর কলকাতার পুজোগুলোর ইতিহাস সুপ্রাচীন। দীর্ঘদিন ধরে এখানে পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর আয়োজন হয়ে আসছে। প্রতিটি পুজোই প্রায় শতবর্ষের দোরগোড়ায়। তেমনই এদের সুনাম। উত্তর কলকাতার তেমনই একটি পুজো সিমলা স্পোর্টিং ক্লাবের পুজো। বিবেকানন্দ রোডের ওপর এই পুজো ৮০ বছরের পুরনো। পরাধীন ভারতে শুরু হওয়া এই পুজো একসময়ে দর্শকদের অবশ্য গন্তব্য ছিল। প্যান্ডেল থেকে প্রতিমা, সবেতেই মুন্সিয়ানা থাকত নজরকাড়া। মধ্যবিত্ত পাড়ার এই পুজোর সুনাম আজকের নয়।


সিমলা স্পোর্টিং ক্লাবের পুজো সাবেকি। বেশ একটা বনেদিয়ানার ছাপ আছে এই পুজোয়। পাড়ার প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে পুজো এতদিন ধরে নিরবচ্ছিন্নভাবে চলে আসছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন এ পুজোতেও থিমের ছোঁয়া। সিমলা স্পোর্টিং ক্লাবের এবছরের থিম ‘পরিণতি’। শুকনো নেশা থেকে মানুষের কী চরম পরিণতি হতে পারে সেটাই এই পুজোয় তুলে ধরা হচ্ছে। মানুষকে শুকনো নেশা থেকে সতর্ক করাই থিমের মাধ্যমে তুলে ধরা হবে। থিম শিল্পী অভিজিৎ সিংহ। প্যান্ডেলে ব্যবহার হচ্ছে প্রচুর মুখোশ। যা থিমকে আরও সহজবোধ্য করে তুলবে সকলের কাছে। ব্যবহার হচ্ছে ফ্লেক্সও। তবে থিমের সঙ্গে মাতৃপ্রতিমার কোনও সম্পর্ক সেই অর্থে থাকছে না। প্রতিমা সাবেকি ঘরানার। চেনা মাতৃমূর্তি। প্রতিমাশিল্পী বাপ্পাদিত্য বর্মণ।


খুব বড় বাজেটের পুজো এটা নয়। বাজেট আনুমানিক ৬ লক্ষ টাকা। তবে ভাবনার বৈচিত্র্যে নিজেদের একটা স্বতন্ত্র জায়গা করে নিতে চাইছেন এই পুজোর উদ্যোক্তারা। পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন। দৈনিক প্রায় ৩০ হাজার দর্শক সমাগম আশা করছেন উদ্যোক্তারা।
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *