State

বিজেপিকে একা করে দিন, পুরুলিয়ায় বললেন মুখ্যমন্ত্রী

গত রবিবার ঝাড়খণ্ডের নতুন সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু তিনি রবিবার ঝাড়খণ্ডে থাকছেন তাই ফেরার সময় লাগোয়া পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় তিনি সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জীর বিরুদ্ধে পদযাত্রা করবেন বলে আগেই ঘোষণা করেছিলেন। সেইমত এদিন তিনি পুরুলিয়ায় একটি পদযাত্রায় অংশ নেন। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারীর মত দলীয় নেতা তথা রাজ্যের মন্ত্রী। বহু মানুষ এদিন মুখ্যমন্ত্রীর মিছিলে পা মেলান।

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী এদিন মিছিল শুরুর আগে মঞ্চ থেকে বলেন, ঝাড়খণ্ড থেকেও বিজেপিকে মানুষ সরিয়ে দিয়েছে। বিভিন্ন রাজ্যে ক্ষমতা হারাচ্ছে বিজেপি। আগামী দিনে আরও ক্ষমতা হারাবে বিজেপি। এভাবেই বিজেপিকে একা করে দেওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, আইন কেন্দ্র বানাতে পারে। কিন্তু তা বাস্তবায়িত করে রাজ্য সরকার। রাজ্য সরকার না চাইলে আইন কার্যকর হবেনা। আর তাঁর রাজ্যে তিনি সিএএ বা এনআরসি হতে দেবেন না।

পুরুলিয়ায় কিন্তু তৃণমূল গত লোকসভায় খুব ভাল ফল করতে পারেনি। পুরুলিয়া থেকে ভাল ভোট মেলেনি। সেকথা মাথায় রেখে স্থানীয় নেতৃত্বকে এদিন আরও জনসংযোগ বাড়ানোয় জোর দিতে বলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন তাঁদের বলেন, সরকার এত উন্নয়নমূলক কাজ করা সত্ত্বেও মানুষ ভোট দেননি। এটা জনসংযোগের অভাবেই হয়েছে। মানুষের কাছে গিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ তৈরি করা, তাঁদের সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে জানানোর পরামর্শ দেন তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *