Kolkata

কন্টেনমেন্ট জোনে লকডাউনের পথে হাঁটল রাজ্যসরকার

করোনা রুখতে নতুন করে সম্পূর্ণ লকডাউনের রাস্তায় হাঁটল রাজ্যসরকার। তবে কেবলমাত্র কন্টেনমেন্ট জোনে।

কলকাতা : রাজ্যে যে কটি কন্টেনমেন্ট জোন রয়েছে সেখানে ফের ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্যসরকার। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হবে লকডাউন। বহাল থাকবে ১৪ দিনের জন্য। এই কন্টেনমেন্ট জোন ছাড়াও লাগোয়া বাফার জোনেও লকডাউন থাকছে। এখানে সবকিছু বন্ধ থাকবে। অফিস-কাছারি, সব কিছু। কন্টেনমেন্ট জোনের কেউ অফিস বা কর্মক্ষেত্রে যেতে পারবেন না।

লকডাউনের আওতায় থাকা জায়গায় বাজারহাট সবই বন্ধ থাকবে। তবে একক দোকান হলে এবং তা নিত্যপ্রয়োজনীয় জিনিসের হলে খোলা থাকবে। তবে তার সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আনাজপাতি, মাছ-মাংস কেনার জন্যও বাজারে যাওয়া যাবেনা। বিচ্ছিন্ন দোকান হলে খোলা থাকবে। ঠেলায় সবজি বিক্রি হতে পারে। তবে সময় বাঁধা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এরমধ্যেই উত্তর ২৪ পরগনার জেলাশাসক ওই জেলা জুড়ে লকডাউন চেয়ে নবান্নকে চিঠি দিয়েছেন। কড়া লকডাউনের প্রস্তাব করেছেন তিনি। ১৪ দিনের জন্য। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে কন্টেনমেন্ট জোনে লকডাউন মঙ্গলবারই ঘোষণা হয়ে গেল। ফের এসব জায়গায় নজর কাড়তে চলেছে মার্চের শেষ, এপ্রিলের শুরুর সেই খাঁখাঁ ছবি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *