Freeze Frame
ফের শরীরী বিভঙ্গে মাত করলেন রাখি – ফোটো গ্যালারি

রাখি সাওয়ান্ত। বলিউডের এই অভিনেত্রীকে ড্রামা কুইন বলেই ডাকেন অনেকে। যখনই সামনে আসেন তখনই ভাইরাল। এমনই তাঁর আবেদন।
কদিন আগে মলত্যাগের ভিডিও প্রকাশ করে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। সম্প্রতি মুম্বইতে অনুষ্ঠিত ব্রাইট অ্যাওয়ার্ডসের মঞ্চেও দেখা মিলল তাঁর। আর ক্যামেরার ফ্ল্যাশের ঝলক তাঁকে তাক করতেই তিনি পোজ দিলেন চিত্রগ্রাহকদের।
সেই চেনা আবেদন। শরীরী বিভঙ্গে উন্মুক্ত বক্ষদেশের সিংহভাগ। সেই সব ছবিই ক্যামেরাবন্দি হল। দেখুন রাখি সাওয়ান্তের সেই ছবির কিছু ঝলক।



