Lifestyle

বিয়েতেও স্পনসর, স্যুটে লাগানো বিজ্ঞাপন থেকেই উঠে এল বিয়ের খরচ

বিয়ে নিয়ে যেমন মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষার শেষ থাকেনা, তেমনই বিয়ের খরচ একটা বড় ব্যাপার। সেই খরচ তোলার এক অভিনব পথ খুলে দিলেন এক ব্যক্তি।

বর, কনে, ফুল দিয়ে সাজানো বাড়ি, সুগন্ধির মৌতাত, খাবারের গন্ধ, সেজেগুজে ঘুরে বেড়ানো লোকজন, সরগরম চারধার, এসব নিয়েই বিয়েবাড়ি জমজমাট থাকে। আর তারই মধ্যে ঘটে কিছু রোমাঞ্চকর ঘটনা। যার নতুনত্বে অনেক সময় হতবাক হয়ে যান সকলে।

বিয়ের পোশাক নিয়ে সকলেরই আলাদা ভাবনা থাকে। অনেকেই একটু অন্য ধরনের পোশাক পরতে চান। টাকাও যথেষ্ট খরচ হয়। কিন্তু একটি বিয়েবাড়িতে বর বিয়ের আসরে এসে দাঁড়াতেই দেখা গেল তাঁর পরনের জ্যাকেটে ঝুলছে বিভিন্ন কোম্পানির লোগো।

গত ২৫ অক্টোবর ফ্রান্সে এক ব্যক্তি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বেশ ধুমধাম করেই তাঁর বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের রাতে তিনি যে স্যুটটি পরেছিলেন সেটি সকলের নজর কেড়ে নেয়। এমনকি সংবাদমাধ্যমেরও।

নৈশভোজে পরার জন্য বানানো তাঁর ওই স্যুটটিতে বিভিন্ন কোম্পানির লোগো জ্বলজ্বল করছিল। যা দেখে বিয়ের আসরে উপস্থিত সকলেই অবাক হয়ে যান। সেখানে পাত্র ডোগোবার্ট রেনৌফ-এর নিজস্ব স্টার্টআপ সংস্থা ‘কম্প এআই’ সহ ২৬টি প্রযুক্তি কোম্পানির লোগো ছিল।

ওই লোগোগুলি ছিল সেইসব কোম্পানির বিজ্ঞাপন। অভিনব পদ্ধতিতে প্রচারের আলোয় আসার জন্যে কোম্পানিগুলি রেনৌফকে যে টাকা দেয় তাতে তাঁর বিয়ের খরচ উঠে যায়।

গত জুলাই মাসেই তিনি এই অভিনব পরিকল্পনাটি করেছিলেন। রেনৌফ একজন দর্জিকেও ঠিক করেন যিনি এই স্যুটটি বানাতে পারবেন। যেখানে নির্দিষ্ট মাপের প্রতিটা বিজ্ঞাপন দেওয়ার জন্য আলাদা আলাদা জায়গা থাকবে। সমাজ মাধ্যমে রেনৌফের এই সৃষ্টিশীলতা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *