Entertainment

জলের বন্দোবস্ত ছিলনা, ভিকি ক্যাটরিনার বিয়ের দুর্গ হোটেলের অজানা কথা

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আয়োজন জমে উঠেছে। রাজস্থানের যে বিলাসবহুল হোটেলে এই আয়োজন তা ছিল একটি দুর্গ। যার ইতিহাস আজও চমকে দেয়।

বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাঁদের জীবনের এই সেরা মুহুর্তের জন্য তাঁরা বেছে নিয়েছেন রাজস্থানের সোওয়াই মাধোপুর জেলার বিখ্যাত সিক্স সেনসেস হোটেলকে।

পরিভাষায় তাকে হোটেল বলা হলেও এটা আদপে একটি দুর্গ। দুর্গটিই এখন হোটেলে রূপান্তরিত হয়েছে। যেখানে এক রাতে থাকার খরচ কমপক্ষে ১ লক্ষ টাকা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আর যে ২টি স্যুইটে ভিকি আর ক্যাটরিনা থাকছেন সে ২টির দৈনিক ভাড়া ৭ লক্ষ টাকা। এই যে দুর্গটিকে হোটেলে পরিণত করা হয়েছে তার অজানা ইতিহাস এখনও বহু মানুষকে চমকে দেয়।

১৪৫১ সালে এই দুর্গ তৈরি করেন চৌহান রাজত্বের রাজা ভীম সিং। আরাবল্লীর কোলে এই বারওয়ারা দুর্গ তৈরি হয় ১০ বিঘা জমিতে। এখানে রয়েছে ৫টি স্তম্ভ। যেগুলির নাম হনুমান বুর্জ, ভীম বুর্জ, নাল বুর্জ, শিকর বুর্জ ও পীর বুর্জ।

বিশাল এই দুর্গটি তৈরি হলেও এই দুর্গে কোনও জল আসার বন্দোবস্ত ছিলনা। জল আসত সে সময় দুর্গের ধার ঘেঁষে কাটা খাল ধরে। অবশ্য দুর্গটি হোটেলে রূপান্তরিত হওয়ার পর সেখানে মাটির তলা থেকে জল তোলার ব্যবস্থা হয়েছে।

প্রাথমিকভাবে দুর্গে ৩টি দরজা ছিল। হোটেল হয়ে যাওয়ার পর অবশ্য তার ২টি দরজাই বেঁচে আছে। হোটেলের মধ্যেই রয়েছে ২টি বিশাল মাঠ। যা অতি সুসজ্জিত। সেই ২টি মাঠকেই আরও সাজিয়ে তুলে সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *