Sports

ভারত থেকে সরল টি-২০ বিশ্বকাপ

ভারতে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে কী হবে? সে প্রশ্নের উত্তর মিলল। ভারত থেকে সরে গেল টি-২০ বিশ্বকাপ।

টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তবে তা ভারতে হবে না। ভারতে হওয়ার কথা থাকলেও সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তা সরানো হল। ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরছে সংযুক্ত আরব আমিরশাহীতে।

চলতি বছরে আইপিএল মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল কেকেআর, চেন্নাই সুপার কিংস দলের কয়েকজন খেলোয়াড় ও আধিকারিকের করোনা ধরা পড়ায়। সেই প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি হতে চলেছে সংযুক্ত আমিরশাহীতে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত বছর অবশ্য পুরো আইপিএলই হয়েছিল সেখানে। এবার আইপিএল হওয়ার পর সেখানেই আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।

সোমবারের মধ্যেই বিসিসিআই-কে তাদের সিদ্ধান্তের কথা জানাতে হত আইসিসি-কে। বিসিসিআই তাদের সিদ্ধান্ত জানানোর পরই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত জানাবে টি-২০ বিশ্বকাপ নিয়ে। তবে আইসিসি আগেই ইঙ্গিত দিয়েছিল যে যদি ভারত তাদের দেশে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত করতে নাও পারে তাহলেও সংযুক্ত আরব আমিরশাহীতে তাদেরই আয়োজক হিসাবে থাকতে হবে।

বিসিসিআই এ নিয়ে এদিন বৈঠকেও বসে। বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানান ভারতে এই প্রতিযোগিতা করা সম্ভব হচ্ছেনা। করোনার তৃতীয় ঢেউ আসবে বলে শোনা যাচ্ছে। এই অবস্থায় টি-২০ বিশ্বকাপ করা অত্যন্ত ঝুঁকির হতে পারে বলে জানান রাজীব শুক্লা।

এদিকে এমনও শোনা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও টি-২০ বিশ্বকাপের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ হয়তো ওমানেও খেলা হতে পারে। তবে ভারতে যে হচ্ছে না এদিন কার্যত বিসিসিআই সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button