Sports

ডোপ টেস্টে ব্যর্থ, ৫ মাসের জন্য ‘ব্যানড্‌’ ইউসুফ পাঠান

কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন খেলার পর এবছর কলকাতা তাঁকে ছেড়ে দিয়েছে। ফলে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি হতে চলা আইপিএল নিলামে তিনি উঠছেন। কিন্তু তার আগে বরোদার এই অলরাউন্ডারকে ব্যানের মুখে পড়তে হল। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় বিসিসিআই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। ৫ মাসের জন্য যাবতীয় ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। যদিও মঙ্গলবার ব্যানের কথা ঘোষণা করা হলেও সেই সাজা কার্যকর হবে ব্যাকডেটে। ১৫ অগাস্ট ২০১৭ থেকে এই সাজা কার্যকর করেছে বিসিসিআই। আগামী ১৪ জানুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

যারফলে আগামী ২৭ ও ২৮ তারিখ হতে চলা আইপিএল অক্সানে তাঁকে পাওয়ায় কোনও বাধা রইলনা। বিসিসিআই জানিয়েছে, ২০১৭ সালের ১৬ মার্চ নেওয়া ইউসুফ পাঠানের মূত্রের নমুনায় ‘টার্বুটালিন’ নামে একটি নিষিদ্ধ ড্রাগ মেলে। যা ডোপ টেস্টে তাঁকে ব্যর্থ প্রতিপন্ন করে। সেই রিপোর্টের ভিত্তিতেই ইউসুফকে ৫ মাসের জন্য ব্যান করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ইউসুফ যদিও নিজে বিসিসিআইয়ের কাছে তাঁর বিষয়টি বিবেচনা করে দেখার আবেদন জানিয়েছেন।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *