National

বিমান আকাশে, ককপিটে ঝগড়া-চড়, ২ পাইলটকে বরখাস্ত করল জেট

নতুন বছরের পয়লা জানুয়ারি। লন্ডন থেকে মুম্বইয়ের দিকে ৩২৪ জন যাত্রীকে নিয়ে উড়ে আসছিল একটি জেটের বিমান। অভিযোগ মাঝ আকাশে যাঁদের হাতে পুরো বিমানের যাত্রী সহ বিমানকর্মীদের দায়িত্ব, সেই ২ পাইলট তখন বিমানকে অটো পাইলট মোডে দিয়ে ঝগড়ায় ব্যস্ত। পাইলটের পাশে কো-পাইলটের চেয়ারে ছিলেন তাঁরই বান্ধবী। দুজনের মধ্য মন কষাকষি। সেখান থেকে ঝগড়া। অন্তত এমনই মনে করছেন বিমানকর্মীরা। সেই ঝগড়া ক্রমশ সুর চড়ায়। উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে। অভিযোগ ঠিক সেই সময়েই পাইলট কো-পাইলটকে চড় মারেন। চড় খেয়ে কাঁদতে কাঁদতে ককপিট ছেড়ে বেরিয়ে আসেন ওই মহিলা। সব জানান বিমানকর্মীদের। বেরিয়ে আসেন পাইলটও। সেই সময়ে বিমানটি অটো পাইলট মোডে, ককপিটে কোনও পাইলট ছাড়াই উড়ছিল। ককপিট ছেড়ে পাইলট ও কো-পাইলট দুজনেই তখন বাইরে। পাইলট বুঝিয়ে ওই মহিলা কো-পাইলটকে ককপিটে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাতে বিশেষ কাজ হয়নি। ওই মহিলাও তখন এক ককপিটে পাইলটের সঙ্গে থাকতে নারাজ।

যদিও বিমান মুম্বইতে সঠিক সময়েই অবতরণ করে। কিন্তু তারপরই ঘটনা সামনে আসে। বিষয়টি মাঝ আকাশে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলায় ডিজিসিএ হস্তক্ষেপ করে। পাইলটের লাইসেন্স বাতিল করে দেয় নিয়ামক সংস্থা। বিষয়টি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর কানেও পৌঁছয়। এদিকে ওই ২ পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে জেট এয়ারওয়েজও। ২ পাইলটকেই বরখাস্ত করেছে তারা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *