বুধবার থেকেই রাজ্যের ১ জেলায় ফের লকডাউন
রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে ১৪ দিনের লকডাউন পর্ব। ১ জেলায় তার আগের দিন থেকেই লকডাউন জারি।
কলকাতা : মালদায় হুহু করে ছড়াচ্ছিল করোনা। প্রশাসনিক আধিকারিক, পুলিশ আধিকারিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, কেউ বাদ যাচ্ছিলেন না। মালদা শহরে যেভাবে করোনা বাড়ছিল তাতে স্থানীয় প্রশাসনের জন্য তা চিন্তার কারণ হয়ে উঠেছিল। তাই এবার মালদায় কঠোর লকডাউনের পথে হাঁটল প্রশাসন। বুধবার থেকেই লকডাউন শুরু হচ্ছে সেখানে। লকডাউন কঠোরভাবে পালিত হবে।
করোনা চেন ভাঙতে যতক্ষণ না কোনও ওষুধ বা টিকা বার হচ্ছে ততক্ষণ লকডাউনই একমাত্র রাস্তা। তাই এবার আনলক পর্বের মধ্যেই নতুন করে লকডাউনের রাস্তা বেছে নিল মালদা প্রশাসন। ৪৯টি ওয়ার্ডে লকডাউন বলবৎ থাকছে। সাধারণ মানুষকে তা জানানোর জন্য মঙ্গলবার সিদ্ধান্তের পর থেকেই মাইকিং করে প্রচার করা হয়েছে।
মালদায় দোকানপাট সব বন্ধ থাকছে। রাস্তায় বার হওয়াতেও থাকছে বিধিনিষেধ। কেবল অবশ্য প্রয়োজনীয় জিনিস বা আনাজ, মাছ, মাংস, ডিম, দুধ কিনতে বার হওয়া যাবে। তবে তাও সকাল ৮টা থেকে ১১টার মধ্যে। ওই টুকু সময়ই দোকান খোলা হবে। তবে যতটা সম্ভব কম বাড়ি থেকে বার হওয়া যায় ততই ভাল বলেই পরামর্শ দিচ্ছে প্রশাসন।













