Entertainment

সোশ্যাল মিডিয়ায় চুম্বনের ক্লাস নিলেন সালমা


হলিউড তারকাদের মধ্যে অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী সালমা হায়েক। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় চুম্বনের ক্লাস নিলেন। সঠিক চুম্বন কেমন হওয়া উচিত সে সম্বন্ধে নতুন প্রজন্মকে উপদেশ দিলেন তিনি। সঙ্গে নিজের কিছু কাহিনি। উইকএন্ডে বয়ফ্রেন্ডকে কেমন করে চুম্বন করতে হবে তার লেসনও রয়েছে সালমার তরফে। যদি উইকএন্ডে চেষ্টা করতে কেউ উৎসাহী হয় তার জন্য একাধিক প্রয়োগকৌশলের কথা নিজেই জানিয়েছেন সালমা।


সালমা জানান, তিনি কীভাবে চুম্বন করতে হয় তা তাঁর বন্ধুদের কাছে জানতে চেয়েছিলেন। কেউ জানান মুখ খুলে, কেউ বলেন মুখ বন্ধ রেখে চুম্বনের পদ্ধতি। একজন উপদেশ দেন ঠোঁটে মধু লাগাতে। তাতে ঠোঁট নরম থাকবে। সেই কথা শুনে সালমা ঠোঁটে প্রতিদিন মধু মাখতে শুরু করেন। অবশেষে তিনি তাঁর বয়ফ্রেন্ডকে চুম্বন করেন। চুম্বনের পর বয়ফ্রেন্ড জানান তাঁর ঠোঁট মধুর মত। ৫৩ বছরে এসে সালমার নব্য প্রজন্মের জন্য উপদেশ কখনও ঠোঁটে মধু মেখোনা।


সালমা আরও জানিয়েছেন মধু মেখে মেখে এমন অবস্থা হয়েছিল যে রাতে তাঁর ঠোঁটে পিঁপড়ে উঠত। কামড়ে দিত। তাই কখনও ঠোঁটে মধু মেখো না। পরামর্শ সালমার। তরুণীদের কথা মাথায় রেখে তাঁদের চুম্বনের কৌশল একদম ঠিক করতে সালমার এই প্রচেষ্টা দেখে অনেকেই অবাক। এমন নতুন ভাবনা আগে কেউ ভাবেননি। তবে তরুণ প্রজন্ম সালমার এই চুম্বন তত্ত্বে বেজায় মেতেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *