
প্রতি বছরই ফিলিপিন্সের ওপর আছড়ে পড়ে একাধিক দানব ঝড়। হয়তো কিছুটা ভৌগলিক অবস্থানের জন্যই। কোনওটা হয় বেশি শক্তিশালী কোনওটা কম। কিন্তু প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে। যেমন হয় শনিবার। শনিবার ভোর তখনও হয়নি। তার আগেই ফিলিপিন্সের বাসিন্দাদের বুকে আতঙ্ক ছড়িয়ে স্থলভূমিতে আছড়ে পড়ে সুপার টাইফুন মাংখুট। দেশের উত্তর পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় ঝড়ের তাণ্ডব। সঙ্গে চারদিক সাদা করা তুমুল বৃষ্টি।
বাগাও শহরের কাছ দিয়ে স্থলভূমিতে প্রবেশ করা টাইফুন মাংখুট ঢোকার পর থেকেই তছনছ শুরু করে। উড়ে যায় বহু বাড়ির চাল। ভেঙে পড়ে ল্যাম্পপোস্ট। বিশাল এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। মানুষ বাড়িতে গৃহবন্দি থেকেও আতঙ্কে ভুগতে থাকেন। চাষের জমিরও ব্যাপক ক্ষতি করে মাংখুট।
মাংখুট আছড়ে পড়ার পর সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তার খবর এখনও নেই। তবে এই টাইফুন যে আছড়ে পড়তে চলেছে তার খবর আগে থেকেই ছিল প্রশাসনের কাছে। তাই গত ৩ দিন ধরেই ফিলিপিন্সের উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তৈরি রাখা হয় উদ্ধারকারী দলকেও। এদিকে ক্রমশ ঝড়টি দক্ষিণ চিন সাগরের দিকে সরছে। ঝড়ের হাত ধরে ফিলিপিন্সের বহু জায়গায় ধস নেমেছে।












