World

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ড্যাম, জলের তোড়ে শেষ ১৩টি জীবন, নিখোঁজ ১৩

নদীকে বেঁধে জল ধরে রাখার জন্য তৈরি হয় ড্যাম। যার বহু রকম কাজ রয়েছে। সেই বেঁধে রাখা নদীর জল নিয়ন্ত্রিতভাবে ছেড়ে তৈরি হয় বিদ্যুৎ। হয় কৃষিকাজ। কিন্তু সেই জল যদি লাগাম ছাড়া ভাবে বাঁধ ভেঙে আছড়ে পড়ে তাহলে আর রক্ষে নেই। চারপাশের বিশাল এলাকা জুড়ে নিশ্চিত প্রলয়। সেটাই হল রাশিয়ার কাশনোইয়াস্ক এলাকায়। একটি ড্যাম ভেঙে তার প্রলয় সৃষ্টিকারী জলের তোড়ে ভেসে গেল শ্রমিকদের মহল্লা। মৃত্যু হল ১৩ জনের।

১৩ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে রাশিয়ার প্রশাসন। যদিও মৃতের সংখ্যা বাড়তেই পারে। ইতিমধ্যেই ১৩ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁরা জলের তোড়ে কোথায় ভেসে গেছেন পরিস্কার নয়। কোনওক্রমে নিজেদের বাঁচাতে পারলেও গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন। এই সংখ্যাটাও বাড়তে পারে।

ওই ড্যামটি একটি সোনার খনির সংস্থাকে দেওয়া ছিল। তারাই এর দেখভালের দায়িত্বে ছিল। কিন্তু কীভাবে এই ড্যাম ভেঙে পড়ল তা পরিস্কার নয়। এজন্য তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। এদিকে জলের তোড়ে ক্ষতির পরিমাণ পুরোটাই প্রাথমিক। কারণ শনিবার সকালেই এই ঘটনা ঘটেছে। ফলে মৃত বা আহতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আশপাশে ওই জল আর কী কী ক্ষতি করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *