একটা কাঁকড়া বিক্রির জন্য নিলামে উঠল। আর সেখানে তার দাম উঠল জাপানি মুদ্রায় ৫ মিলিয়ন ইয়েন। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৩২ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকা! এমন মনে করার কোনও কারণ নেই যে কাঁকড়াটা আসলে সোনার। বা অন্য কোনও মূল্যবান কিছু দিয়ে তৈরি। একেবারে জ্যান্ত কাঁকড়া। কাঁকড়াটা মৎস্যজীবীদের জালে পড়ে। সেটাই পাড়ে এনে বিক্রি করা হয়। তবে কোনও দাম হেঁকে নয়। নিলাম করে। যেখানে সবচেয়ে বেশি দাম যিনি দেবেন তিনিই নিয়ে যাবেন কাঁকড়াটা।
কাঁকড়াটার ওজন ১ কেজি ২৪০ গ্রাম। গত মঙ্গলবার থেকেই জাপানে ফের শুরু হয়েছে মাছ ধরার মরসুম। আর তার দ্বিতীয় দিনেই এমন বিশাল দামে বিকোলো এক পিস কাঁকড়া। অবাক হচ্ছেন তো? ভাবছেন কাঁকড়াটায় এমন কী আছে যে তার দাম এমন চমকে দেওয়া হতে পারে? আসলে এই কাঁকড়া ধবধবে সাদা হয়। এদের পা-গুলো হয় লম্বা লম্বা। আর শক্ত খোলসের মধ্যে থাকে এরা। একে বলা হয় স্নো ক্র্যাব বা তুষার কাঁকড়া। যা অতি বিরল। ফলে তা কোনওভাবে জালে পড়লে তার দাম চড়তেই থাকে।
২০১৮ সালেও এমনই একটি তুষার কাঁকড়া উঠেছিল। যিনি কিনেছিলেন, তিনিই এবারও কিনলেন। সেবার দাম উঠেছিল ৩ মিলিয়ন জাপানি ইয়েন। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১৯ লক্ষ ৫০ হাজার ১৫২ টাকা। ২০১৮ সালে ওই দামে কাঁকড়া কিনে ওই ব্যক্তি গিনেস বুকে নাম তুলে ফেলেছেন। কারণ ওটাই ছিল বিশ্বের সবচেয়ে দামি কাঁকড়া। ২০১৯-এ তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙে দিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা