World

৬.৬ মাত্রায় কেঁপে উঠল মাটি, মৃত্যু বাড়ছে

মঙ্গলবার বড়সড় কম্পনে কেঁপে উঠল ফিলিপিন্সের কোটাবাতো প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রাই বলে দিচ্ছে এটি প্রবল কম্পনের তালিকায় পড়ে। থরথর করে কাঁপতে থাকা মাটি আতঙ্ক ছড়াতে সময় নেয়নি। দ্রুত সকলে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। যতটা সম্ভব খোলা জায়গায় আশ্রয় নেন মানুষজন। জলের ৭ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল।

এই মাসে ফিলিপিন্সে এটি দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে তুলুনান প্রদেশেও কম্পন অনুভূত হয়। এদিন কম্পন অনুভূত হওয়ার পর প্রায় ১ ঘণ্টায় আর মাটি কাঁপেনি। কিন্তু ১ ঘণ্টা পর আফটার শক অনুভূত হয়। এই কম্পনের মাত্রাও ছিল প্রায় আগের মতই। এবার রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১। কম্পনের জেরে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। অনেক বাড়ির কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মঙ্গলবার কম্পনের জেরে ২ ব্যক্তির মৃত্যুর খবর প্রাথমিকভাবে পাওয়া যায়। ৩০০-র ওপর মানুষ আহত হন। এঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে কম্পনের পর সরকারি সব অফিসে কাজ বন্ধ করে দেওয়া হয়। হাসপাতাল থেকে রোগীদের বার করে আনা হয়। প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর ফিলিপিন্সের অবস্থান। ফলে এখানে ভূমিকম্প হয়েই থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *