World

ঝাঁপিয়ে পড়ল হ্যারিকেন ফ্লোরেন্স

স্থানীয় সময় সকাল সওয়া ৭টা। সবে সকাল। স্থান আমেরিকার উত্তর ক্যারোলিনার রাইটসভিলে সমুদ্র সৈকত। এমন একটা সকাল সাধারণত সমুদ্রের ধারে উপভোগ্যই হয়। কিন্তু শুক্রবার গোটা বিচে কোনও মানুষ ছিলেননা। ছিল না সমুদ্রের ধারে কাছে কোনও জনপ্রাণি। বরং যে যতটা পেরেছেন সমুদ্র থেকে দূরে থেকেছেন। আর আতঙ্কের প্রহর গুনেছেন। জপেছেন ইষ্টনাম। একটাই কারণ। ঠিক ওই সময়েই স্থলভূমিতে প্রবেশ করে হ্যারিকেন ফ্লোরেন্স। যার তাণ্ডবে ইতিমধ্যেই উত্তর ক্যারোলিনার বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে গেছে। প্রায় ৫ লক্ষ বাড়ি ও অফিস বিদ্যুৎবিহীন। অনেক বাড়ির ক্ষতিও হয়েছে।

ফ্লোরেন্সের প্রভাবে প্রবল বৃষ্টিও হচ্ছে গোটা এলাকা জুড়ে। তবে এখনও হতাহতের কোনও খবর মেলেনি। এদিকে হ্যারিকেনের প্রভাবে সমুদ্রের জল রাস্তায় চলে এসেছে। চারদিক প্রবল বৃষ্টির জেরে সাদা হয়ে গেছে। মাইলের পর মাইল এলাকায় জনপ্রাণি চোখে পড়ছে না। মানুষজন গৃহবন্দি। অবস্থার দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। তবে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে প্রবল বন্যার আশঙ্কা করছেন বাসিন্দারা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *