National

বরফের ওপর দানবীয় পায়ের ছাপ, ইয়েতি জল্পনা উস্কে দিল সেনা

ভারতীয় সেনার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি প্রকাশ করেছে তারা। সেই ছবিতে দেখা গেছে হিমালয়ে সাদা বরফের চাদরের ওপর বিশাল বিশাল পায়ের ছাপ। যাকে ইয়েতির পায়ের ছাপ বলেই মনে করছে সেনা। এই ছবি সামনে আসতেই ফের একবার হিমালয়ে ইয়েতি-র অস্তিত্ব নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

হিমালয়ের পৌরাণিক এক দানবের নাম ইয়েতি। কথিত আছে তার অতিকায় চেহারা। সারা গা লোমে ভরা। ২ পায়ে হাঁটে। আর বরফের জায়গায় থাকে বলে তাদের ভারী ও অতিকায় পায়ের ছাপ স্পষ্ট বরফের ওপর পড়ে। ইয়েতিকে অনেকে তুষারমানবও বলে থাকেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভারতীয় সেনার যে পর্বতারোহী দল রয়েছে তারা গত ৯ এপ্রিল মাকালু বেস ক্যাম্পের কাছে এই পায়ের ছাপ দেখতে পায়। দেখা মাত্র তা ক্যামেরাবন্দি করেন দলের সদস্যরা। প্রসঙ্গত, একমাত্র মাকালু-বরুণ ন্যাশনাল পার্কেই এই তুষারমানবের খোঁজ মিলেছিল বলে দাবি করেছে সেনার ওই পোস্ট। সেনার দাবি, এই প্রথম ভারতীয় সেনা ইয়েতির পায়ের ছাপ দেখতে পেল। যে পায়ের ছাপ সেদিন দেখা গেছে তার মাপ হল ৩২ বাই ১৫ ইঞ্চি।

এমন কিছু নজরে পড়লেও সেই ছবি জনসাধারণের মধ্যে ছড়ানো হল কেন? সেনার তরফে দাবি করা হয়েছে তারা এই ছবি পাবলিক করেছে তার কারণ তারা চাইছিল এই ঘটনাকে কেন্দ্র করে বৈজ্ঞানিক উত্তেজনা বৃদ্ধি হোক, ইয়েতি নিয়ে নতুন করে ফের মানুষের মধ্যে কৌতূহল বৃদ্ধি পাক।

এদিকে ট্যুইট পোস্ট হতেই অনেকে তাঁদের মতামত ব্যক্ত করতে শুরু করেছেন। তাঁদের মধ্যে একজন প্রশ্ন করেছেন এটা হনুমানজির পায়ের ছাপ নয়তো? অন্য একজন লিখেছেন তাঁর টিনটিন ইন টিবেট বা তিব্বতে টিনটিনের কথা মনে পড়ে যাচ্ছে। প্রসঙ্গত এটা মনেই করা হয় তিব্বতে ইয়েতি আছে। যদিও তার স্পষ্ট অস্তিত্ব এখনও রহস্যাবৃত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *