Health

মাথার একটা চুল কত ওজন তুলতে পারে, উত্তরটি বিশ্বাস করা কঠিন হলেও সত্যি

একটা চুল কতটা মোটা তা বোঝাই মুশকিল। এতটাই সরু হয় সেটি। কিন্তু ওই সরু চুলের যে এত ক্ষমতা তা বিশ্বাস করা কঠিন।

মানুষের মাথার চুল খুবই সরু হয়। যা দেখলেই মনে হয় অত্যন্ত দুর্বল একটি অতি সরু সুতো। কিন্তু সেই একটি চুলের যে এত ক্ষমতা হতে পারে তা সত্যিই অবিশ্বাস্য।

বিজ্ঞান কিন্তু বলছে একটা চুলই কামাল দেখাতে পারে। মানুষের মাথায় একটি চুলে যদি একটি ১০০ গ্রামের বাটখারা বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে চুল তা অনায়াসে ধরে রাখতে পারবে। ছিঁড়ে পড়ে যাবেনা। কারণ ১০০ গ্রাম ওজনকে ঝুলিয়ে রাখার জন্য মানুষের মাথার একটি চুলই যথেষ্ট।

বিজ্ঞানীরা বলছেন মানুষের মাথায় অগুন্তি চুল থাকে। একটা হিসাব বলছে একজন মানুষের মাথার সব চুলের শক্তি যদি একত্র করা হয় তাহলে সেই চুল দিয়ে ১২ টন ওজন তুলে ফেলা সম্ভব!

চমকে যাওয়ার মত তথ্য হলেও এটাই বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন। সহজ করে বললে মানুষের মাথার সব চুলের ক্ষমতা একত্র করলে তা ২টি পূর্ণ বয়স্ক হাতিকে তুলে ঝুলিয়ে রাখতে সক্ষম! মাথার চুলে দিব্যি ঝুলে থাকতে পারে ২টি হাতি।

এমনিতেই মানুষের মাথার চুল নষ্ট হয়না। তা পুড়িয়ে না দিলে অন্যভাবে প্রাকৃতিক উপায়ে নষ্ট হয়না। হাজার হাজার বছর ধরে একটি চুল নিশ্চিন্তে ঠিকঠাক থেকে যায়।

চুলের এই অবিনশ্বর গুণের পাশাপাশি তার ক্ষমতাও বিপুল। অনেকেই অবাক হবেন যে তাঁর মাথায় থাকা একটা চুলের এত গুণ রয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *