যাঁরা ফ্যাশন দুনিয়ার খবর রাখেন তাঁরা বিলক্ষণ জানেন ফ্রান্সের প্যারিস ফ্যাশন উইকের মাহাত্ম্য। ফ্যাশন দুনিয়ায় প্যারিস ফ্যাশন উইকের ব়্যাম্পে পৌঁছনো এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলেরই স্বপ্ন থাকে। সে ডিজাইনার হন বা মডেল। সেই ফ্রান্স-প্যারিস ফ্যাশন উইকে ব়্যাম্প মাতালেন তন্বী সুন্দরীরা। আর রঙের বাহারে সৃজনশীল ভাবনায় চমকে দিলেন ডিজাইনাররা।
রঙ যেন খেলা করল প্রতিটি মডেলের শরীরে। তেমনই পোশাকের বাহার। চোখ ঝলসে দেওয়া সেই ফ্যাশন উইকের কিছু টুকরো ছবি রইল আপনাদের জন্য।






(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
শেয়ার করুন