World

চিনের বিরুদ্ধে ফের আক্রমণাত্মক ডোনাল্ড ট্রাম্প

করোনা ছড়ানোর পর থেকে বারবার চিনকে নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের আক্রমণ হানলেন তিনি।

ওয়াশিংটন : চিন তাঁর দেশের খুব বড় ক্ষতি করেছে। শুধু তাঁর দেশেরই নয়, গোটা বিশ্বের খুব বড় ক্ষতি করে দিয়েছে চিন। ২৪৪ তম মার্কিন স্বাধীনতা দিবসের স্যালুট অফ আমেরিকা-য় বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইভাবেই চিনকে নিশানা করেন। তিনি দাবি করেন, করোনার আগে তাঁর দেশ খুব ভাল চলছিল। করোনা ছড়ানোর পর থেকেই করোনা ছড়ানোর জন্য চিনকে দায়ী করে আক্রমণ হেনে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

চিন থেকেই যত ভাইরাস আসে বলে দাবি করে ট্রাম্প বলেন, করোনা তাঁর দেশের কোষাগারের অনেক অর্থের অপচয় করেছে। অনেক বড় বড় বাণিজ্য চুক্তি আটকে গিয়েছে। আমেরিকা বলেই নয়, গোটা বিশ্ব করোনার জন্য বিধ্বস্ত, আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত বলে জানান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে করোনা চিনের উহান ইন্সটিটিউট অফ ভাইরোলজি থেকে ছড়িয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

চিনের কথা শুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলছে বলেও দাবি করে হু-এর প্রধানের বিরুদ্ধে বিষোদ্গারও করেছিলেন ট্রাম্প। পরে হু-য়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমেরিকা। হু-কে দেওয়া অনুদানও বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বিশ্বে এখনও করোনায় সবচেয়ে বিধ্বস্ত অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রেরই। তারপর রয়েছে ব্রাজিল। তার পিছনে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *