World

বাথরুমে, বেডরুমে কি লুকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সামনে আসতে চমকে গেল বিশ্ব

তিনি আমেরিকার প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট যিনি এমন এক অভিযোগের শিকার হলেন। বাথরুম, বেডরুম ছিল তাঁর লুকোনোর জায়গা। যা এখন প্রকাশ্যে।


তিনি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অন্যতম চর্চিত প্রেসিডেন্ট। যাঁর সময়কালে এমন নানা ঘটনা ঘটেছে যা আমেরিকা প্রথম দেখল। সেই ট্রাম্পের বিরুদ্ধে একাধিক ফেডারেল চার্জ গঠন করা হয়েছে।


ট্রাম্প হলেন এমন এক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট যাঁর বিরুদ্ধে প্রথম ফেডারেল চার্জ আনা হল। দেশের গোপন নথি লুকিয়ে রাখার অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে চার্জে আসা অভিযোগের তালিকায়।


যে তালিকায় ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে। সেখানেই দেশের গোপন প্রতিরক্ষা সংক্রান্ত নথি ট্রাম্প বাথরুম, বেডরুম সহ বাড়ির নানা জায়গায় লুকিয়ে রাখতেন বলে অভিযোগ সামনে এসেছে।

এছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়া, ন্যায়কে বিপথে চালিত করতে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো ক্লাব নামে বাড়িতে এমনভাবে বাক্স করে বিভিন্ন অতিগোপনীয় নথি রাখা ছিল যা সহজেই অনেকের হাতের নাগালে আসতে পারে।


সেই ছবিও সামনে এসেছে। এমন এক গুরুতর ঘটনাকে বড় ধরনের অপরাধ বলেই মেনে নিচ্ছেন মার্কিন আধিকারিক থেকে নাগরিক সকলেই।


ট্রাম্পকে মায়ামি আদালতে এজন্য সশরীরের হাজির থাকতে হবে। মামলার শুনানি হবে সেখানে। যদিও তার আগে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।


এখনও ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচারাধীন। তাই যতক্ষণ না তিনি আদালত দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছেন ততদিন নিজেকে নির্দোষ বলে ট্রাম্প প্রচার করে যাবেন বলেও অনেকে মনে করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *