Kolkata

২৩ হাজারের দরজায় রাজ্যে করোনা আক্রান্ত

গত একদিনে আক্রান্তের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ২৩ হাজারের একদম দরজায় পৌঁছে গেল।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণে লাগাম পরবে কবে? এটাই এখন বড় প্রশ্ন। কারণ রাজ্যে সংক্রমণ প্রতিদিনই লাফ দিচ্ছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৮৬২ জন। যার হাত ধরে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা এদিন ২৩ হাজারের দরজায় কড়া নাড়ছে। রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২২ হাজার ৯৮৭ জন। যার মধ্যে অবশ্য করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বর্তমানে ৬ হাজার ৯৭৩ জন। ১০ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করে ৮৬২ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে।

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পাশাপাশি রাজ্যে একদিনে করোনায় মৃতের সংখ্যাও এদিন রেকর্ড গড়েছে। গত একদিনে মৃত্যু হয়েছে ২২ জনের। যার হাত ধরে রাজ্যে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়াল ৭৭৯ জনে। গত ১ দিনে যে ২২ জনের প্রাণ কেড়েছে করোনা তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১০ জনের, উত্তর ২৪ পরগনায় ৭ জনের, নদিয়ায় ৩ জনের। এছাড়া পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে করোনায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত ৫২৪ জন করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৫ হাজারের গণ্ডি পার করেছে। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২৩৫ জন। সুস্থতার হার ৬৬.২৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *