World

পাকিস্তানকে সন্ত্রাস দমনে আর্থিক সাহায্য বন্ধ করল আমেরিকা

পাকিস্তান নিয়ে তিনি যে একেবারেই নাখুশ তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষত পাকিস্তানের জমিকে ব্যবহার করে নিশ্চিন্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো সংগঠনগুলির বিরুদ্ধে কিছুই না করতে পারার জন্য ইসলামাবাদের ওপর ক্ষুব্ধই ছিলেন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভ পাকিস্তানে বাৎসরিক ২৫৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রবেশ বন্ধ করে দিল।

পাকিস্তানকে গত ১৫ বছর ধরে সন্ত্রাসদমনে আর্থিক সাহায্য দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তার বদলে তারা পেয়েছে শুধুই পাকিস্তানের ঝুরিঝুরি মিথ্যে কথা। এমনই অভিযোগ করে ট্রাম্প কার্যত পাক সরকারকে মিথ্যাবাদী বলে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। ভারতও বারবার পাকিস্তান সরকারের কাছে আর্জি জানিয়ে আসছিল পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠা জঙ্গি ঠিকানা ভারতে নাশকতা চালাচ্ছে। কিন্তু সব শুনেও কিছু না শোনার মত চুপ ছিল পাকিস্তান। এবার মার্কিন মুলুকের কোপে পড়তে হল তাদের। আগামী দিনে পাকিস্তান সন্ত্রাস দমনে কি ব্যবস্থা নেয় সেদিকেও মার্কিন সরকার নজর রাখবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button