State

অভিনন্দন যাত্রায় দিলীপ ঘোষ

বিজেপি তাঁর ওপর ভরসা রেখেছে। তাঁর নানা সময়ে মন্তব্য বড়সড় বিতর্ক তৈরি করলেও তাঁর ওপর আস্থা হারায়নি দল। রাজ্যেই দলের মধ্যে অনেকে চাইছিলেন না দিলীপ ঘোষ দ্বিতীয় বারের জন্য রাজ্য সভাপতি হন। কিন্তু সেকথায় কান দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপবাবুকেই তারা বেছে নিয়েছে দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির কাণ্ডারি হিসাবে। দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর শুক্রবারই প্রথম পথে নামলেন দিলীপ ঘোষ। হাওড়ায় অভিনন্দন যাত্রায় অংশ নেন তিনি।

শুক্রবার হাওড়ার ডুমুরজলা থেকে একটি বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা বার হয়। অবশ্যই বিজেপির এই মিছিলের অন্যতম মুখ ছিলেন দিলীপ ঘোষ। হুড খোলা জিপে প্রচারের ঢঙেই এদিন অভিনন্দন যাত্রা করেন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে ছিলেন সায়ন্তন বসু সহ অন্য বিজেপি নেতা কর্মীরা। যাত্রাপথে মিছিল দেখতে হাজি দর্শকদের দিকে ফুলও ছুঁড়ে দিতে দেখা যায় দিলীপবাবুকে।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশে বিরোধিতা চরমে, তখন বিজেপি কিন্তু উদ্যোগ নিয়েছে মানুষের কাছে পৌঁছে সিএএ কেন ভাল, কেন দরকার তা বোঝানোর। সিএএ-কে সমর্থন করে অভিনন্দন যাত্রা বার করছে বিজেপি। যেখানে অভিনন্দন জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। সিএএ আনার জন্য অভিনন্দন জানানো হচ্ছে। সেই অভিনন্দন যাত্রায় এদিন অংশ নিলেন দিলীপ ঘোষ। মিছিল যায় হাওড়া ময়দান পর্যন্ত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *