State

বজ্র বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

চলতি সপ্তাহের শুরুতে তরতর করে বাড়তে থাকা গরমের পর এবার বজ্র বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কবে কোথায় তাও জানিয়েছে হাওয়া অফিস।

বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। তবে তার প্রকোপ যে আরও জোড়াল হবে তাও পরিস্কার করে দিল তারা। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই ঝোড়ো হাওয়ার দাপটও সব জেলার ক্ষেত্রেই প্রযোজ্য।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

শনিবারের পর রবিবারও কমলা সতর্কতা থাকছে। তবে সব জেলার জন্য নয়। হুগলি, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের জন্য হলুদ সতর্কতা থাকছে।

কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সেই কমলা সতর্কতাই বজায় থাকছে। এসব জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতি হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার।

এরপর সোম, মঙ্গল ও বুধবারের জন্যও রয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহের কর্মব্যস্ত প্রথম ৩ দিনের জন্য ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ওই ৩ দিনও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করবে। চৈত্র মাসের শুরুতেই এই ঝড় বৃষ্টির পূর্বাভাস কালবৈশাখীর দিকে ইঙ্গিত করছে বলেও মনে করছেন অনেকে।

দক্ষিণবঙ্গে যেখানে সব জেলায় ৫ দিনের জন্য এমন ঝড় জলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর সেখানে উত্তরবঙ্গের জন্য কিন্তু ঠিক উল্টো পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ৫ দিন সেভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে উত্তরের সব জেলার আবহাওয়া।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *