রিয়ার ‘বিধবা’ মন্তব্যের জবাব দিলেন অঙ্কিতা লোখান্ডে
সুশান্ত সিং রাজপুত মামলায় সিবিআই ও ইডি-র জেরার মুখে পড়া সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ‘বিধবা’ মন্তব্যের জবাব দিলেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে।
মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে সিবিআই-এর জেরার মুখে পড়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের বাবা কেকে সিং তো অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সরাসরি সুশান্তের মৃত্যুর জন্য দায়ী বলে দাবি করেছেন। রিয়া চক্রবর্তীকে সুশান্তের টাকাকড়ির লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি-ও। এই অবস্থায় অভিযোগ, রিয়া চক্রবর্তী ঘুরিয়ে সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডেকে খোঁচা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে অঙ্কিতা এখন সুশান্তের পরিবারের সঙ্গে সুশান্তের ‘বিধবা’-র মত আচরণ করছেন।
এর উত্তর অবশ্য অঙ্কিতা দিয়েছেন। সুশান্তের প্রথম টিভি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’-র অভিনেত্রী পাল্টা সোশ্যাল সাইটে জানিয়েছেন, মেয়েরা ছোট ছোট বিষয়ে কেঁদে ফেলেন, আবার জীবনের অনেক বড় বড় সমস্যা হাসতে হাসতে হ্যান্ডল করে নেন। অঙ্কিতা এটাও পরিস্কার করে দিয়েছেন যে তাঁর সঙ্গে সুশান্তের যতদিন সম্পর্ক ছিল সেই সময়ের মধ্যে তিনি সুশান্তের মধ্যে কোনও মানসিক অবসাদ দেখতে পাননি। সুশান্ত কোনও চিকিৎসকের পরামর্শও নিতেন না।
অঙ্কিতার সঙ্গে সুশান্তের সম্পর্ক ৬ বছর টেকে। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের সম্পর্ক স্থায়ী হয়। অঙ্কিতার দাবি, তারপর তাঁর সুশান্ত সম্বন্ধে আর কিছু জানা নেই। তাই তিনি রিয়ার এই বক্তব্য মানছেন না যে সুশান্তের সঙ্গে তাঁর ফোনে যোগাযোগ ছিল। রিয়াকেও তিনি খুব একটা চেনেন না বলে জানিয়েছেন অঙ্কিতা। অঙ্কিতা দাবি করেছেন সুশান্তের সঙ্গে সম্পর্ক থাকাকালীন তিনি সুশান্তের সাফল্যের জন্য প্রার্থনা করতেন। আর সুশান্ত সাফল্য পান।
রিয়া চক্রবর্তীকে যে তিনি খুব একটা চিনতেন না সেকথা বারবার দাবি করেছেন অঙ্কিতা। তিনি এও দাবি করেছেন যে রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক সম্বন্ধেও তাঁর বিশেষ জানা নেই। রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর যোগ আছে কিনা তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। রিয়া ছাড়া তাঁর ভাই সৌভিকও জেরার মুখে পড়েছেন। মাঝে মিডিয়ার ওপর মেজাজ হারিয়ে গাড়ির কাচে কনুইয়ের খোঁচা মেরে সমালোচিত হন রিয়া চক্রবর্তী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা