Entertainment

রিয়া চক্রবর্তীকে তলব, গ্রেফতার হতে তৈরি রিয়া, জানালেন তাঁর আইনজীবী

অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে এবার মাদক সংক্রান্ত মামলায় তলব করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আগই তাঁর ভাই সৌভিককে গ্রেফতার করেছে তারা।

মুম্বই : ভাই সৌভিক গ্রেফতার হয়েছেন মাদক সংক্রান্ত মামলায়। আদালত তাঁকে ৪ দিনের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে। গ্রেফতার হয়েছেন সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। এবার কী তবে রিয়া চক্রবর্তীর পালা? রিয়ার আইনজীবীর বক্তব্য থেকে কিন্তু এমনই আন্দাজ করা যেতে পারে। আইনজীবী সতীশ মনশিণ্ডে জানিয়েছেন তাঁর মক্কেল রিয়া চক্রবর্তী গ্রেফতার হতে তৈরি।

রবিবার সকালেই রিয়া চক্রবর্তীর জুহুর ফ্ল্যাটে হাজির হন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র আধিকারিকরা। রিয়া জানান তিনি নিজেই হাজির হবেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র অফিসে। সেইমত তিনি হাজির হন এদিন। এনসিবি আধিকারিকরা চাইছেন মাদক সংক্রান্ত এই মামলায় সৌভিক, মিরান্ডা এবং রিয়াকে মুখোমুখি বসিয়ে জেরা করতে। কারণ রিয়া ও সৌভিকের মধ্যে হোয়াটসঅ্যাপে এমন অনেক চ্যাট তাঁরা পেয়েছেন যাতে রিয়া সৌভিককে মাদক আনতে বলেছেন। সৌভিকের সঙ্গে মাদক পাচারকারী একাধিক ব্যক্তির যোগাযোগ ছিল বলেও জানতে পেরেছে তদন্তকারী সংস্থা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

আগেই রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বাড়ি থেকে প্রথমে আটক করা হয় তাঁকে। পরে তাঁকে গ্রেফতার করে তারা। একই দিনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও গ্রেফতার করা হয়।

এদিকে সুশান্ত সিং রাজপুত মাদক নিতেন কিনা, রিয়া পুরো বিষয়টি জানতেন কিনা, জানলে তিনি কী পদক্ষেপ করেছেন বা তাঁর ভাইয়ের সঙ্গে মাদক আনা সংক্রান্ত বিষয়ে তিনি কী কথা বলেছিলেন, এমন নানা প্রশ্নের মুখে রিয়া চক্রবর্তীকে এদিন পড়তে হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

সৌভিক চক্রবর্তীর মত রিয়া চক্রবর্তীও কি গ্রেফতার হতে পারেন। এমন প্রশ্নও সামনে আসছে। এদিকে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মনশিণ্ডে আগেভাগেই জানিয়েছেন তাঁর মক্কেল রিয়া চক্রবর্তী গ্রেফতার হতে তৈরি। এদিকে তাঁর ছেলেকে গ্রেফতার এবং তাঁদের পরিবারের এই অবস্থায় সোশ্যাল সাইটে প্রবল ক্ষোভ উগরে দিয়েছেন রিয়া চক্রবর্তীর বাবা প্রাক্তন সেনাকর্তা ইন্দ্রজিত চক্রবর্তী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *