বাবা বাড়ি ফিরতেই জোয়া জানালেন তাঁদের পরিবার এখন করোনা মুক্ত
জোয়া নিজেও করোনা পজিটিভ ছিলেন। তারপর করোনা থেকে সেরে ওঠেন। তাঁর বোন শাজা আগে করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন।
৯ দিন টানা হাসপাতালে কাটানোর পর অবশেষে কোভিড-১৯ পরীক্ষা নেগেটিভ এল। চিকিৎসকেরা নিশ্চিত হলেন এখন তিনি করোনা মুক্ত। তারপরই তাঁকে ছাড়া হল বাড়িতে। ফলে করোনার বিরুদ্ধে কঠিন লড়াই জিতে গত শুক্রবার রাতে বাড়ি ফেরেন বলিউডের প্রযোজক করিম মোরানি। করিম সুস্থ হয়ে বাড়ি ফিরতেই তাঁর অভিনেত্রী কন্যা সোশাল সাইটে জানিয়ে দিলেন তাঁদের গোটা পরিবার এখন করোনা মুক্ত।
গোটা পরিবারের কথা বললেন কেন জোয়া? কারণ রয়েছে। কারণ জোয়া নিজেও করোনা পজিটিভ ছিলেন। তারপর করোনা থেকে সেরে ওঠেন।
তাঁর বোন শাজা আগে করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন। তিনিও এখন সেরে উঠেছেন। এবার তাঁর বাবা করিমও করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন।
অবশেষে তাঁদের গোটা পরিবার করোনা মুক্ত হল। তাই সেই আনন্দ আর চেপে রাখতে পারেননি জোয়া। বাবা বাড়ি ফেরার পরই পরিবারের করোনা মুক্তি জানিয়ে দেন সকলকে।
পরিবারের খুশির কথা ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি জোয়া মোরানি নেটিজেনদের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন। তিনি জানিয়েছেন, করোনা পজিটিভ হলে সকলের একই উপসর্গ দেখা দেয়না। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তিনি আরও জানান, তাঁর বাবার কোনও উপসর্গ ছিলনা। তাও করোনা পজিটিভ ছিলেন। হাসপাতালে ৯ দিন ছিলেন। বোনের জ্বর আর মাথাব্যথা ছিল। তিনিও হাসপাতালে ভর্তি ছিলেন ৬ দিন। তারপর করোনা মুক্ত হন।
তিনি নিজে জ্বর, ক্লান্তি, সর্দি, বুকে সর্দি জমাট বাঁধা, শ্বাসের সমস্যা ও মাথা ব্যথায় ভুগছিলেন। ৭ দিন হাসপাতালে কাটানোর পর করোনা মুক্ত হন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা