Sports

জয় দেখছিলেন, নার্ভাসও ছিলেন, দশম ম্যাচ ড্র করে জানালেন কার্লসেন

বিশ্ব দাবা প্রতিযোগিতায় ফের ড্র। দশম ম্যাচও ড্র দিয়েই শেষ হল। ১২ রাউন্ডের লড়াইয়ে প্রথম ১০টি ম্যাচই ড্র। ২ প্রতিযোগীর পকেটে ৫ পয়েন্ট করে রয়েছে। শেষ ২টি ম্যাচে হারজিত না হলে অবশেষে টাইব্রেকার। তবে এদিন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন ড্রয়ের জন্য খেলেননি। খেলেছেন জয়ের জন্য। একসময়ে বোর্ডে তাঁর কিং সাইড অ্যাটাক দেখে মনেও হয়েছে যে এই ম্যাচে পজিশনাল অ্যাডভান্টেজ ধরে রেখেছেন কার্লসেন। ম্যাচ শেষে কার্লসেন নিজেও স্বীকার করেছেন তিনি একসময়ে জয় দেখতে পাচ্ছিলেন। মনে হচ্ছিল ম্যাচটা তিনি জিতবেন। সেই সঙ্গে একটু নার্ভাসও লাগছিল। বারবার মনে হচ্ছিল হয় তিনি জিতবেন। কারুয়ানার সাদা রাজাকে মাত করবেন। অথবা নিজে মাত হয়ে যাবেন। কিন্তু জেতার জন্য খেলছিলেন তিনি।

এদিন সিসিলিয়ান ডিফেন্সে একই খেলার পুনরাবৃত্তি হয়। তবে সাদা ঘুঁটি নিয়ে কারুয়ানা ১২ নম্বর চালে বি৪ ঠেলে চমকে দেন দাবা বিশ্বকে। চমকে যান কার্লসেনও। ফলে দীর্ঘক্ষণ এরপর ভাবেন তিনি। তারপর অবশ্য তিনি খুশি হয়ে গিয়েছিলেন। কারুয়ানার নোভেল্টি সত্ত্বেও তার কিছু পর ম্যাচে নিজের ভাল অবস্থা নিয়ে খুশি ছিলেন কার্লসেন। অবশ্য শেষে সেই ড্র দিয়েই শেষ হয় যাবতীয় পারদরে উত্থান পতন। একদম শেষে একটি বড়ে বেশি নিয়েও রুক-পন এন্ড গেমে কার্যত ড্র করতে বাধ্য হন কারুয়ানা। কারণ পজিশনালি ওটা ড্র।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *