Kolkata

ধাপে ধাপে নামছে পারদ, আজ ১৭ ডিগ্রি

এখন শহরে ভরা হেমন্ত। অগ্রহায়ণ মাস। চারদিকে শীতের আমেজ। আর সেই আমেজকে আরও চাগাড় দিচ্ছে আবহাওয়া। ধারাবাহিকতা রেখেই ধীরে ধীরে নামছে পারদ। ফলে শরীর সইয়ে সইয়ে শীত আসছে কলকাতায়।

বাজারে এখন শীতের ফসলের রমরমা। পটল, ঢেঁড়সদের দিন শেষ। এতদিন ধরে এসব খেয়ে খেয়ে এবার শীতের ফসল পেয়ে বেজায় খুশি শহরবাসী। ফুলকপি, বাঁধাকপি, লাল গাজর, বিনস, সিম, পালং শাক আরও কত কি! দোকানে দোকানে ইতিমধ্যেই হাজির পাটালি গুড়ও।


হাওয়া অফিস আগেই জানিয়েছিল এই সপ্তাহান্তে পারদ নামবে। হলও তাই। নিম্নমুখী পারদ এদিন আরও নেমে ১৭ ডিগ্রি ছুঁয়েছে। এটাই শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা। পারদের এই নিম্নমুখী ধারা বজায় থাকবে। তবে তা দিনে দিনে কমবে না। ফলে ধীরেসুস্থে শহরে জাঁকিয়ে পড়বে শীত।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button