World

মধ্যরাতে ভূমিকম্প, কেঁপে উঠল মাটি

তখন মাঝরাত। রেকর্ড বলছে সোমবার রাত ৩টে ৩২ মিনিটে যখন গোটা তিব্বত ঘুমে কাতর, ঠিক তখনই কেঁপে ওঠে তিব্বতের মাটি। জিগেজ শহরে কম্পনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। কম্পনের মাত্রা ছিল ৫.৮। মাটির ৮ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। বহু বাড়িতে ফাটল ধরে যায়। ফলে দ্রুত সেখান থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরানোর বন্দোবস্ত শুরু করে প্রশাসন।

ভোরের মধ্যেই ২ হাজার ১০০ জন মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের তরফে প্রচুর তাঁবু, লেপ ও শীতপোশাকের বন্দোবস্ত করা হয়েছে। প্রবল ঠান্ডায় যাতে গৃহহীন মানুষজনের সমস্যা না হয় সেজন্যই এই বন্দোবস্ত। সঙ্গে ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা পরিষেবারও। এত মানুষকে বাড়ি থেকে সরিয়ে আনা হলেও ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর নেই। সড়ক যোগাযোগ বা টেলিফোন পরিষেবায়ও কোনও প্রভাব পড়েনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button